বেইজিংয়ে ১২.২ বিলিয়ন ইউয়ান কুপন দেওয়া হবে
  2020-06-04 18:20:44  cri
জুন ৪: ৬ জুন থেকে আগামী অক্টোবরের জাতীয় দিবসের ছুটি পর্যন্ত বেইজিংয়ে ব্যাপক গ্রাহকদের আগ্রহ বাড়াতে 'বেইজিং আনন্দ উপভোগ ঋতু' শুরু হবে। বেইজিং শহরের বাণিজ্য ব্যুরো গতকাল (বুধবার) এ খবর প্রকাশ করেছে।

উল্লেখ্য এ কার্যক্রমে খাদ্য, শপিং, সংস্কৃতি, পর্যটন, অবসর, বিনোদন, শিক্ষা, ক্রীড়া, ফিটনেস ও ভ্রমণ অন্তর্ভুক্ত হবে। এতে চার শতাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হবে। জুন মাসে বেইজিংয়ে রাতের শপিং ও শিশুদের জন্য ২০০টিরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ ছাড়া ১০ বিলিয়ন অনলাইন শপিংয়ের কুপন ছাড়া হবে। হুপেই প্রদেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে এসময় হুপেই সপ্তাহ আয়োজিত হবে। ওয়াংফুচিং গ্রুপের শপিংমলে হুপেই প্রদেশের বৈশিষ্ট্যময় পণ্য রাখা হবে; যাতে ওই প্রদেশের পণ্য- বিশেষ করে, দারিদ্র্যবিমোচনকারী পণ্যের বিক্রয় বাড়ে।

রাত্রিকালীন উপভোগ হলো এ কার্যক্রমের একটি বৈশিষ্ট্য। ৬ জুন রাত আটটা থেকে ছিয়ানমেন, সিতান, অলিম্পিক টাওয়ার ও থংচৌ গ্র্যান্ড খালসহ ৭৯টি বাণিজ্যিক ক্ষেত্র ও বৈশিষ্ট্যময় সড়কে নৈশভ্রমণ ও উপভোগ কার্যক্রম শুরু হবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040