পাক প্রেসিডেন্টের সঙ্গে চীনা গণ-মুক্তিফৌজের চিকিৎসকদলের সাক্ষাত
  2020-06-04 11:50:12  cri
জুন ৪: পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি গতকাল (মঙ্গলবার) ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে চীনের গণ-মুক্তিফৌজের ভাইরাস প্রতিরোধসংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসকদলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। চীন পাকিস্তানকে যে ব্যাপক সমর্থন ও সাহায্য দিয়েছে, তিনি সে জন্য ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে করোনাভাইরাস প্রতিরোধে চীনের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

আলভি বলেন, চীন সরকার কঠোর ব্যবস্থা নিয়ে কার্যকরভাবে করোনাভাইরাস প্রতিরোধ করেছে এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, বর্তমানে কিছু দেশ করোনাভাইরাসের মহামারি নিয়ে রাজনীতি করছে এবং চীনের ওপর চাপ প্রয়োগ করছে। পাকিস্তান এর তীব্র বিরোধিতা করে। পাকিস্তান চীন সরকার ও জনগণের পাশে থাকবে।

আলভি আরও বলেন, চীনা গণ-মুক্তিফৌজের চিকিৎসকদল পাকিস্তানের করোনাভাইরাস প্রতিরোধে নিরলস চেষ্টা চালিয়েছে; এটি চীন-পাক মৈত্রীর প্রতিফলন।

চীনা চিকিৎসকদলের প্রধান চৌ ফেই হু আলভিকে চীনা চিকিৎসকদলের কাজ সম্পর্কে অবহিত করেন এবং চীনের অভিজ্ঞতা ও চীন-পাক সহযোগিতা নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিনিময় করেন।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040