টিভি নাটক ও নেট নাটকের সমন্বিত উন্নয়ন ঘটানো উচিত্
  2020-06-04 09:33:45  cri

চলচ্চিত্র ও টিভি নাটকের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টেলিভিশন নাটক এবং ইন্টারনেট নাটক কীভাবে চীনের গল্প বলে এবং জনপ্রিয় সংস্কৃতির নেতৃত্ব দিয়ে থাকে?

চলতি বছর চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি), অর্থাত্ দুই অধিবেশন চলাকালে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য চেং সিও লোং অডিওভিজুয়াল শিল্প সুবিন্যাস্তবিষয়ক তত্ত্বাবধান ও পরিচালনার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে তিনি টেলিভিশন নাটক এবং ইন্টারনেট নাটকের মানদণ্ড এবং তত্ত্বাবধান ও পরিচালনার মাত্রা জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন, যা ব্যাপক আলোচিত হয়।

ইন্টারনেট অডিওভিজুয়াল দ্রব্যের পরিমাণ ব্যাপক এবং আপডেটের গতিও দ্রুত, টেলিভিশন নাটক কীভাবে এর সঙ্গে সমন্বয় করা যায়? প্রথমে আমরা তিনটি প্রশ্নের ওপর দৃষ্টি দেবো।

প্রথমত, টেলিভিশন নাটক এবং ইন্টারনেট নাটকের মধ্যে কোনও সম্পর্ক আছে কি?

১৯৫৮ সালের মে মাসে বেইজিং টেলিভিশন কেন্দ্রের প্রচারকাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়। এটি গণপ্রজাতন্ত্রী চীনের টেলিভিশন শিল্প সূচনার প্রতীক। সে বছর 'এক বাইট শাকসবজি প্যানকেক' নামে এটি টিভি নাটক প্রচারিত হওয়ার মাধ্যমে চীনের টেলিভিশন নাটকের জন্ম হয়।

গণপ্রজাতন্ত্রী চীনে টেলিভিশন নাটকের প্রায় ৬০ বছরেরও বেশি ইতিহাস আছে। তবে ইন্টারেনট নাটক ২০০০ সালের পর শুরু হয় এবং এ পর্যন্ত এটি মাত্র ২০ বছর কাটিয়েছে। ইন্টারনেট নাটক মানে ক্যামেরাসহ ভিডিও উত্পাদন সরঞ্জাম দিয়ে প্রধান চরিত্র কেন্দ্র করে গল্প ব্যাখ্যা করা ও ইন্টারনেটে প্রচার করা। সহজ কথায়, ইন্টারনেট নাটক মানে কোনো ওয়েবসাইটে প্রচারিত নাটক বা প্রথমে ইটারনেটে প্রচারিত নাটক।

বর্তমানে চীনে প্রধানত আইছিই, টেনসেন্ট ও ইউখুসহ বিভিন্ন বিখ্যাত ওয়েবসাইট ইন্টারনেট নাটক তৈরি করছে। ভিডিও ওয়েবসাইট স্বাধীনভাবে বা চলচ্চিত্র ও টিভি নাটক কোম্পানির সঙ্গে যৌথভাবে নির্মিত নাটক হলো বর্তমানে ইন্টারনেট নাটকের প্রধান অংশ।

আসলে টেলিভিশন নাটক এবং ইন্টারনেট নাটকের মধ্যে কিছু আত্মীয়তার সম্পর্ক আছে। শুটিংয়ের সরঞ্জাম বা প্রধান বিষয়, যাই হোক, এ দুটির ক্ষেত্রে মিল আছে। অন্যদিকে নির্মাণের ব্যাপকতা, বিচার ও তত্ত্বাবধান এবং প্রচারের চ্যানেলসহ বিভিন্ন ক্ষেত্রে এ দুটির মধ্যে পার্থক্যও আছে। তাদের মধ্যে প্রচারের চ্যানেল নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট ও বড় পার্থক্য। টিভি নাটক প্রথমে টেলিভিশনে প্রচারিত হয় এবং টিভি নাটক প্রথমে ভিডিও ওয়েবসাইটে প্রচারিত হয়। যুগের উন্নয়নের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র ও টিভি নাটক প্রচারের প্যাটার্নও পরিবর্তন হয়। ঐতিহ্যবাহী টিভি নাটক ভিডিও ওয়েবসাইটে এবং নেট নাটক টেলিভিশনে প্রচারিত হওয়া খুব সাধারণ ব্যাপার।

দ্বিতীয়ত, টিভি নাটক এবং নেট নাটকের সীমানা কোথায়? আগে নেট নাটকের সংখ্যা ছিল কম, আকার ছিল ছোট, খুব দ্রুত গতিতে সম্পন্ন করা যায় এবং দৃশ্য-বিন্যাসও তুলনামূলকভাবে সহজ ও সরল। তবে ধীরে ধীরে নির্মাণের মান অব্যাহতভাবে বাড়ার সঙ্গে সঙ্গে চমত্কার মানসম্পন্ন ও প্রশংসনীয় নেট নাটক মানুষ দেখতে পায়। প্রচারের ভিন্ন প্লাটফর্ম ছাড়াও, ঐতিহ্যবাহী টিভি নাটকের তুলনায় নেট নাটকের পার্থক্য ধাপে ধাপে কমে যাচ্ছে।

বিশেষ করে, ২০১৯ সালে নেট নাটক নতুন ধাপে পা দিয়েছে। বেশ কয়েকটি নেট নাটকের বিশাল শুটিংয়ের দৃশ্য ও চমত্কার বিশেষ ইফেক্টস আছে।

নেট নাটকের উত্পাদন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টিভি নাটক ভিডিও ওয়েবসাইটে প্রচার শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী এসব টিভি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা ছিলো। উত্পাদন ও নির্মাণ, প্রচারের প্লাটফর্ম ও দর্শকদের প্রতিক্রিয়া এ তিনটি ক্ষেত্র থেকে দেখা যায়, টিভি নাটক এবং নেট নাটকের পার্থক্য হ্রাস পাচ্ছে।

তৃতীয়ত, এখন একসঙ্গে দেখবো টিভি নাটক এবং নেট নাটকের সমন্বিত উন্নয়ন কীভাবে ঘটবে?

সাম্প্রতিক বছরগুলোতে টিভি নাটক এবং নেট নাটক সমন্বয়ের প্রবণতা দেখা দিয়েছে। ভবিষ্যতে তিনটি ক্ষেত্রে এই সমন্বয় জোরদার হতে পারে।

প্রথমত, অব্যাহতভাবে নেট নাটকের উত্পাদন বাড়ানো। বর্তমানে কোনো কোনো নেট নাটক সৃষ্টির আকার এবং নির্মাণের মানদণ্ড টিভি নাটকের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা বিভিন্ন পক্ষের স্বীকৃতিও পেয়েছে।

দ্বিতীয়ত, প্লাটফর্মের নমনীয়তা বাড়ানো যায় এবং নেট নাটক ও টিভি নাটকের পার্থক্য কমানো যায়। ২০১৯ সালে টিভি নাটকের বিষয় ও অভিনেতা-অভিনেত্রীর পেমেন্টসহ বিভিন্ন পক্ষে কিছু নীতিগত সুবিন্যাস ও নিয়ন্ত্রিত হয়েছে। যেমন, টিভিতে কস্টিউম নাটক প্রচারের সংখ্যা দ্রুত গতিতে কমে যায় এবং সেগুলো ভিডিও প্লাটফর্মে প্রচার শুরু হয়। এই পরিবর্তন দর্শকের সংখ্যা কমায় নি, বরং টিভি নাটক এবং নেট নাটকের সমন্বয় জোরদার করেছে।

তৃতীয়ত, শিল্পের তত্ত্বাবধান ও পরিচালনার পদ্ধতি সুবিন্যস্ত করা এবং চলচ্চিত্র ও টিভি নাটকের সংস্কার গভীর করা।

টিভি নাটক বা নেট নাটক, যাই হোক, প্রতিটিই নিজস্ব পদ্ধতিতে বাস্তবতার প্রতিফলন ঘটায় এবং ব্যাপক দর্শকপ্রিয়তার মাধ্যমে শৈল্পিক রূপ ও সাংস্কৃতিক পণ্যে পরিণত হয়। বাণিজ্যিক দিক থেকে তারা অব্যাহতভাবে দর্শকের কাছাকাছি পৌঁছায় এবং বৃহত্তম মুনাফা অর্জনের চেষ্টা করে। সংস্কৃতির দিক থেকে বলা যায়, তারা মূল্যবোধ এবং সমাজের ইতিবাচক শক্তি সম্প্রচারে ভূমিকা পালন করেছে। ইতিহাস, কস্টিউম, পৌরাণিক কাহিনী, সাসপেন্স, যুদ্ধ ও পরিবারসহ বিভিন্ন বিষয়ে নানা নাটক বিভিন্ন দর্শকদের স্বাদ পূরণ করেছে। চমত্কার শিল্পকর্ম সৃষ্টি করা, টিভি নাটক এবং নেট নাটকের পারস্পরিক সমন্বয় বেগবান হয়েছে এবং চীনের চলচ্চিত্র ও টিভি শিল্পের উচ্চ মানসম্পন্ন উন্নয়ন এগিয়ে নেওয়া হলো আমাদের একমাত্র উদ্দেশ্য।

লিলি/তৌহিদ/শুয়ে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040