বন্ধুরা, আজকের অনুষ্ঠানের এক জনপ্রিয় চীনা গায়ক ও সুরকার ফাং তা থোংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার সংগীত হচ্ছে সোল মিউজিক ও পপ মিউজিকের সুন্দর মিশ্রণ। আর এই বৈশিষ্ট্যময় সংগীতশৈলী চীনে অনেক জনপ্রিয়তা পায়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে শুনবো ফাং তা থোংয়ের গাওয়া খুব জনপ্রিয় একটি গান 'হোং তৌ' বা 'লাল বিন'। গানটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়, তিনি সোল মিউজিকের উপাদান দিয়ে গানটিতে নতুন আকর্ষণ তৈরি করেছেন। বন্ধুরা, এখন গানটি শুনুন। গান ১
ফাং তা থোং ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন আর চীনের হংকং ও কুয়াংচৌ শহরে বড় হয়েছেন। তার বাবা একজন পেশাদার ড্রামার। বাবার প্রভাবে ছোট থেকে ফাং তা থোং সংগীতে বেশ আগ্রহী হয়ে ওঠেন। তিনি ৪ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন, পরে নিজে গিটার, পিয়ানো, ড্রাম ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো শিখেছেন। বিভিন্ন বাদ্যযন্ত্র শেখার পর ফাং তা থোং নিজে গান রচনা করা শুরু করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি শতাধিক সুর রচনা ও প্রকাশ করেছেন। ২০০৫ সালে ফাং তা থোং দুটি গান প্রকাশ করেন এবং তার পেশাদার গায়ক জীবন শুরু হয়।
বন্ধুরা, এখন শুনুন ফাং তা থোং প্রকাশিত প্রথম গান 'নান ইন'। গান ২
২০০৫ সালের শেষে ফাং তা থোং তার প্রথম অ্যালবাম 'সোল বয়' (Soulboy) প্রকাশ করেন। অ্যালবামের সব গান তিনি নিজে রচনা করেছেন। অ্যালবামের মূল ধারণা তার নামের অর্থের মতই; তা হল 'শি চিয়ে তা থোং' বা বিশ্ব ঐক্যবদ্ধ থাকুক। তিনি মনে করেন, সংগীত হচ্ছে বিশ্বের ঐক্য বাস্তবায়নের একটি উপায়; আর তিনি গান গাওয়ার মাধ্যমে এসব ধারণা সুন্দরভাবে প্রকাশ করেছেন। বন্ধুরা, এখন আমরা শুনবো এই অ্যালবামে ফাং তা থোংয়ের জনপ্রিয় একটি গান 'প্রতিদিন'। গান ৩
২০০৬ ও ২০০৭ সালে ফাং তা থোং বড় বড় সংগীত অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। ২০০৮ সালে ফাং তা থোং নতুন অ্যালবাম 'অরেঞ্জ মুন' (Orange Moon) প্রকাশ করেন। এর বেশ কিছু গান দ্রুত ব্যাপক জনপ্রিয় হয়। তিনি এই অ্যালবামের জন্য তাইওয়ানের সবচেয়ে বিখ্যাত গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ গায়ক মনোনীত হন। বন্ধুরা, এখন শুনুন ফাং তা থোংয়ের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিধিনিত্বকারী একটি গান 'সান রেন ইয়ো'। গানে রোমান্টিক কিন্তু বিরহী প্রেমের গল্প বলা হয়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৪
২০০৯ সালে ফাং তা থোং 'টাইমলেস' (Timeless) অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি ব্লুজ, R&B ও পপ ইত্যাদি আধুনিক সংগীতের মিশ্রণ ও পরিবর্তনের পাশাপাশি ক্লাসিক সংগীতের প্রতি সম্মান প্রকাশ করেছেন। সবাইকে সংগীত উপভোগের এক নতুন সুযোগ দিয়েছে এই অ্যালবাম। একই বছর তিনি চীনের পপ সংগীত অ্যাওয়ার্ডস গায়কের গোল্ডেন পুরস্কার এবং শ্রেষ্ঠ সুরকার পুরস্কার জয় করেন। আর তিনি হচ্ছেন ইতিহাসে একসঙ্গে এ দু'টি পুরস্কার পাওয়া প্রথম গায়ক, গায়কের জন্য এটি অসাধারণ সাফল্য। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে ফাং তা থোংয়ের গাওয়া একটি সুন্দর গান 'ওয়ানডারফুল টুনাইট' (wonderful Tonight)। গান ৫
২০১২ সালে ফাং তা থোং 'ভবিষ্যতে প্রত্যাবর্তন' অ্যালবাম প্রকাশ করেন। তার গান 'পেপার ক্রেইন' (paper crane) ৩৫তম চীনা সংগীত অ্যাওয়ার্ডসে সিলভার পুরস্কার এবং হংকং চীনা সংগীত গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। এই গানে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সংগীতের উপাদান মিশিয়ে এক মিষ্টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৬
অনেক জনপ্রিয় ও উচ্চ মানের অ্যালবাম প্রকাশের পর ফাং তা থোং অবশেষে ২০১৬ সালে চীনের গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের বার্ষিক শ্রেষ্ঠ গায়কের পুরস্কার জয় করেন। বর্তমান তিনি নিজে গান গাওয়ার সঙ্গে সঙ্গে অন্য গায়কের জন্য অনেক সুন্দর গান রচনা করেছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা এখন ফাং তা থোংয়ের আরো একটি সুন্দর গান 'লাভ সং' (Love Song) শুনবো। গান ৭
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।
(তুহিনা/তৌহিদ/ছাই)