হংকং সংশ্লিষ্ট জাতীয় আইন নিয়ে ব্রিটেনের যথেচ্ছ মন্তব্যের প্রতিবাদ জানায় বেইজিং
  2020-06-03 19:26:14  cri
জুন ৩: হংকং সংশ্লিষ্ট জাতীয় আইন নিয়ে ব্রিটেনের যথেচ্ছ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চীন বলেছে, এমন আচরণ স্নায়ুযুদ্ধের মানসিকতা ও উপনিবেশিক মানসিকতা। এটি পরিত্যাগ করা এবং চীনের কোলে হংকংয়ের ফিরে আসাকে সম্মান জানানো উচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়াং আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

উল্লেখ্য, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব গতকাল (মঙ্গলবার) বলেন, চীনের হংকংসংশ্লিষ্ট জাতীয় আইন 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি লঙ্ঘন করেছে। এটি চীনের আন্তর্জাতিক দায়িত্বে দ্বন্দ্ব সৃষ্টি করেছে।

এ সম্পর্কে মুখপাত্র বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা হলো একটি দেশের বাস্তবতা ও উন্নয়নের মৌলিক শর্ত। এটি হলো রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতার কেন্দ্রীয় ও মৌলিক চেতনা। বর্তমান হংকংয়ে ব্রিটেনের কোনও সার্বভৌম ক্ষমতা, রাজনৈতিক অধিকার ও তত্ত্বাবধানের অধিকার নেই। ব্রিটেনের 'চীন-ব্রিটেন যৌথ ঘোষণা' অনুযায়ী হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040