দক্ষিণ পাকিস্তানের সিন্ধু ও পূর্ব পাকিস্তানের পাঞ্জাবে আক্রান্ত বেশি। সেখানে আলাদাভাবে ৩১ হাজার ৯৬জন এবং ২৯ হাজার ৪৮৯জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী ইসলামাবাদে মোট ৩১৮৮জন রোগী আছে।
পাকিস্তান ভাইরাস সনাক্তকরণ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৭ হাজার ৩৭০বার এ পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৫ লাখ ৯৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান গত সোমবার এক টেলিভিশন ভাষণ দেন। তিনি ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন ব্যবস্থা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানান।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)