ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া সাবেক ৭জন পররাষ্ট্রমন্ত্রীর চিঠি নিয়ে ব্রিটেনে চীনা দূতাবাসের মুখপাত্রের বক্তব্য
  2020-06-03 17:27:06  cri
জুন ৩: গতকাল (মঙ্গলবার) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাবেক ৭জন পররাষ্ট্রমন্ত্রীর চিঠি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ব্রিটেনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র। সম্প্রতি, হংকং ইস্যুতে ব্রিটেনের ৭জন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রীকে চিঠি দেন। চিঠিতে জি-সেভেন শীর্ষসম্মেলনে হংকং ইস্যুতে গত শতকের ৯০ দশকে যুগোস্লাভিয়া সমস্যা সমাধানে এক আন্তর্জাতিক যোগাযোগ গ্রুপ গড়ে তোলার আহ্বান জানান তারা।

দূতাবাসের মুখপাত্র বলেন, হংকং বিষয়টি চীনের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। ব্রিটিশদের আচরণ চীনের হংকংয়ের বিষয় ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ। চীন এর তীব্র বিরোধিতা করে।

হংকংয়ে অবশ্যই বিদেশি হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা হলো আধুনিক আন্তর্জাতিক আইনের মূল নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধান। এটি বিশ্বের সব দেশের মেনে চলা উচিত। ১৯৯৭ সালে হংকং চীনের কোলে ফিরে আসে এবং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। দেশের আইনগত নিরাপত্তা রক্ষায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য তৈরি আইনটি সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয়। কোনও দেশ এতে হস্তক্ষেপের অধিকার রাখে না। যে কোনও দেশ বা সংস্থা অন্যায়ভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে অবশ্যই যথাযথ জবাব দেবে চীন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040