ইয়ু ওয়েন ওয়েন
  2020-06-03 16:13:40  cri

ইয়ু ওয়েন ওয়েন, ১৯৮৯ সালের ৭ নভেম্বর চীনের লিয়াও নিং প্রদেশের তা লিয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী।

ইয়ু ওয়েন ওয়েন চার বছর বয়স থেকে পিয়ানো শিখতে শুরু করেন। তারপর দশ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন।

১৫ বছর বয়সে ইয়ু ওয়েন ওয়েন বাবা-মার সঙ্গে কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করেন। তিনি ভ্যানকুভারের কিলার্নি মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেছেন। সেখানে তিনি তস্ত্রী বাদ্যযন্ত্র দলে যোগ দেন। তিনি দলের সঙ্গে কানাডা এবং যুক্তরাষ্ট্রের বেশকিছু শহর ভ্রমণ করেন।

২০০৮ সালের শুরুর দিকে ইয়ু ওয়েন ওয়েন যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিকের বৃত্তি পান। ২০০৯ সালের জানুয়ারি মাসে ইয়ু ওয়েন ওয়েন আনুষ্ঠানিকভাবে বার্কলি কলেজ অব মিউজিকে ভর্তি হন। তাঁর মেজর ছিল অভিনয়, আর এর সঙ্গে তিনি সঙ্গীত রচনাও শিখেছেন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইয়ু ওয়েন ওয়েন বেইজিং টেলিভিশনের 'Duets' নামক লাইভ শো'তে অংশ নেন। ২০১৪ সালের জুন মাসে, ইয়ু ওয়েন ওয়েন প্রেমের টিভিসিরিজ 'অর্ধেক গ্রীষ্মকাল'–এ অভিনয় করেন।

২০১৪ সালের নভেম্বর মাসে ইয়ুউ ওয়েন ওয়েনের প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'সংকল্প' প্রকাশিত হয়। ডিসেম্বর মাসে তিনি চীনের তাইওয়েন প্রদেশের তাইপেই শহরে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ইয়ু ওয়েন ওয়েন 'Sing my song' নামের লাইভ শো'তে অংশ নেন। ২০১৭ সালে ইয়ু ওয়েন ওয়েন চীনের চ্যচিয়াং টেলিভিশনের লাইভ শো' 'TRUMP CARD VS TRUMP CARD'-এ অংশ নেন। জুলাই মাসে তাঁর অভিনয় করা চলচ্চিত্র 'Young & Amazing' রিলিজ হয়। ডিসেম্বর মাসে তাঁর অভিনয় করা চলচ্চিত্র 'The Ex-file:The Return Of The Exes' মুক্তি পায়। তিনি এই চলচ্চিত্রের থিং সংও গেয়েছেন।

২০১৮ সালের ১৬ এপ্রিল, ইয়ু ওয়েন ওয়েনের গান 'সঙ্গে থাকি' বাজারে আসে। একই বছরের ৬ সেপ্টেম্বর তাঁর গাওয়া 'সময় চুরি করা যায় না' প্রকাশিত হয়। ২০১৮ সালের ৭ নভেম্বর ইয়ু ওয়েন ওয়েনের দ্বিতীয় অ্যালবাম 'Undefined' বাজারে আসে। ২০১৯ সালের মার্চ মাসে ইয়ু ওয়েন ওয়েনের অভিনয় করা সাই-ফাই সিনেমা 'আবার পৃথিবীতে ফিরে আসি' বাজারে আসে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ওয়েন ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040