জাতীয় গণকংগ্রেসে গৃহীত প্রস্তাবকে সমর্থন জানাচ্ছে হংকংয়ের বিভিন্ন মহল
  2020-06-03 11:33:17  cri

জুন ৩: হংকংয়ের বিভিন্ন মহল জাতীয় গণকংগ্রেসে গৃহীত হংকং জাতীয় নিরাপত্তা আইন প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে।

হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম গতকাল (মঙ্গলবার) জানান, হংকং বিশেষ প্রশাসনিক সরকার সার্বিকভাবে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইনের তৈরী ও প্রণয়নকে সমর্থন করবে। তিনি বিশ্বাস করেন, সংশ্লিষ্ট আইনের মাধ্যমে হংকং নিশ্চয় আরও সমৃদ্ধ ও স্থিতিশীল হবে।

হংকং জাতীয় একাডেমিশিয়ানরা এক যৌথ বিবৃতিতে বলেন, গত বছর থেকে সহিংস তত্পরতা হংকংয়ের স্বাভাবিক গবেষণা পরিবেশের ওপরে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন অবস্থা পরিবর্তন না-হলে হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের আন্তর্জাতিক খ্যাতি নষ্ট হবে। সংশ্লিষ্ট আইন প্রণয়ন করলে শৃঙ্খলা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040