শক্তিশালী জনস্বাস্থ্যব্যবস্থা গঠন করতে হবে: সি চিন পিং
  2020-06-03 11:31:40  cri

জুন ৩: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক আলোচনাসভায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শক্তিশালী জনস্বাস্থ্যব্যবস্থা গঠন করা, পূর্বাভাস-ব্যবস্থা সম্পূর্ণ করা, সার্বিকভাবে প্রতিরোধ ও চিকিত্সাক্ষমতা বাড়ানো, এবং জনসাধারণের স্বাস্থ্য রক্ষায় শক্তিশালী সমর্থন দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের পূর্বাভাসব্যবস্থাকে জনস্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ করার একটি জরুরি পদক্ষেপ হিসেবে গড়ে তুলতে হবে। আকস্মিক মহামারী ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট ঘটনার তত্ত্বাবধানব্যবস্থাও সম্পূর্ণ করতে হবে।

সি বলেন, মহামারী প্রতিরোধে জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আক্রান্ত রোগীদের যাতে খরচের জন্য চিকিত্সা নিতে দেরি না-হয় তা সুনিশ্চিত করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, জনস্বাস্থ্য খাতে স্থিতিশীল অর্থবরাদ্দ দেওয়া উচিত। রোগের পূর্বাভাস ও নিয়ন্ত্রণ ক্ষমতা, জাতীয় পর্যায়ের মানবসম্পদ উন্নয়ন এবং উচ্চ মানের জনস্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সংক্রামক রোগসংক্রান্ত প্রতিরোধ ও চিকিত্সা আইন প্রনয়ন করা এবং আকস্মিক জনস্বাস্থ্য ঘটনা মোকাবিলা আইন সম্পূর্ণ করা উচিত।

তিনি আরও বলেন, চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করে যাবে এবং মানবজাতির অভিন্ন স্বাস্থ্য কমিউনিটি গঠনে অব্যাহত প্রচেষ্টা চালাবে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040