উহানে নিউক্লিক এসিড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে
  2020-06-02 20:03:43  cri
জুন ২: আজ (মঙ্গলবার) বিকালে হুপেই প্রদেশের পৌর সরকার ১০৪তম কোভিড-১৯ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে প্রদেশের নিউক্লিক এসিড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

চীনের প্রতিরোধক ঔষধ সমিতির সামাজিক ঔষধ শাখার পরিচালক, হুয়াচং ইউনিভার্সিটি অব সাইয়েনস এন্ড টেকনোলিজ'র থংজি চিকিত্সা একাডিমির গণস্বাস্থ্য একাডিমি'র অধ্যাপক লু জু স্যুন সাংবাদিক সম্মেলনে বলেন, ১৪ মে মধ্যরাত থেকে পয়লা জুন মধ্যরাত পর্যন্ত উহান শহরে মোট ৯,৮৯৯,৮২৯জন মানুষের নিউক্লিক এসিড পরীক্ষা করা হয়েছে। এতে কোন আক্রান্ত মানুষ পাওয়া যায় নি। ৩০০জন উপসর্গহীন সংক্রামিত রোগী পাওয়া গেছে। যে ১১৭৪জনকে ঘনিষ্ঠ নজরে রাখা হয়েছিল, তারা কেউ সংক্রামিত হয় নি।

উহান শহরের চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কমিটির সদস্য ও পৌর সরকারের স্থায়ী ডেপুটি মেয়র হু ইয়া পো বলেছেন, এবারে ভাইরাস পরীক্ষার খরচ স্থানীয় সরকার বহন করেছে। মোট খরচ হয়েছে ৯০কোটি ইউয়ান আরএমবি।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040