চীনের প্রাকৃতিক পরিবেশের অবিরাম উন্নয়ন হচ্ছে: চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়
  2020-06-02 19:12:53  cri
জুন ২: চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) 'চীনের প্রাকৃতিক পরিবেশবিষয়ক বিজ্ঞপ্তি-২০১৯' এবং 'চীনের সমুদ্র ও সামুদ্রিক পরিবেশবিষয়ক বিজ্ঞপ্তি-২০১৯' প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল বছর চীনের বায়ুর মানের উন্নতির ফলাফল আরও জোরদার হয়েছে। জলীয় পরিবেশের গুণমানের উন্নতি অব্যাহত রয়েছে। প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ বিভাগের পরিচালক বাই ছিউ ইং বলেন, এক্ষেত্রে তিনিটি বিষয় উল্লেখযোগ্য।

প্রথমত, আরও বেশি নীল আকাশ দেখা যাচ্ছে। প্রিফেকচার স্তরে বা তারপরের শহরগুলিতে পিএম২.৫-এর বার্ষিক গড় ঘনত্ব হ্রাস পাচ্ছে। দেশে উপযুক্ত আবহাওয়ার অনুপাত সামগ্রিকভাবে বেড়েছে; যা ২০১৯ সালে ৮২ শতাংশে পৌঁছায়। দ্বিতীয়ত, পানির গুণমান আরও বাড়ছে। ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনার পর থেকে বছরের পর বছর ধরে দেশের চমৎকার ভূগর্ভস্থ জলাশয়গুলি বছর বছর বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি বছর দূষিত জলাশয়ের পরিমাণ কমছে। গোটা চীনে সামুদ্রিক জলের গুণগত মান স্থিতিশীল রয়েছে ও উন্নত হয়েছে। তৃতীয়ত, প্রাকৃতিক পরিবেশের অবস্থা ধাপে ধাপে ভাল হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040