নভেল করোনাভাইরাসের 'ক্ষতি করার ক্ষমতা' কমেনি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা এখনও গুরুত্বপূর্ণ: হু
  2020-06-02 19:12:10  cri
জুন ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র জরুরি প্রকল্পের প্রযুক্তিবিষয়ক প্রধান মারিয়া ভ্যান কেলখোফার গতকাল (সোমবার) বলেছেন, নভেল করোনাভাইরাসের 'ক্ষতি করা ক্ষমতা' কমেনি; তাই, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ।

এদিন জেনিভায় হু'র সদর দফতরে আয়োজিত ভিডিও কনফারেন্সে ভ্যান কেলখোফার বলেন, ভাইরাস সংক্রমণ ও রোগজীবাণু দুটি প্রধান বিষয়।

হু'র জরুরি স্বাস্থ্য প্রকল্পের নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেন, বিশ্ব আরও একটি 'হত্যাকারী' ভাইরাসের মুখোমুখি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। অগণিত কর্মী ভাইরাসের বিস্তার রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সামষ্টিকভাবে বলা যায় যে, বিশ্বের বিভিন্ন স্থানে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের কারণে এ ভাইরাসে আক্রান্তের আশঙ্কা কমেছে। এটি আসলে এ ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভাল কাজ করেছে। কিন্তু, এ ভাইরাসের ক্ষমতা কমেনি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040