সহিংস প্রতিবাদ 'অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড': ডোনাল্ড ট্রাম্প
  2020-06-02 15:53:09  cri

জুন ২: যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ ও দাঙ্গা এক সপ্তাহ ধরে চলেছে। এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সহিংস প্রতিবাদ 'অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড'। সহিংসতা ও দাঙ্গা দমন না হলে তিনি বিশেষ বাহিনী পাঠাবেন। গতকাল (সোমবার) এক রাষ্ট্রীয় ভাষণে তিনি এসব কথা বলেছেন।

ভাষণে ট্রাম্প নিজকে 'আইন-শৃঙ্খলার প্রেসিডেন্ট', ও 'শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মিত্র' বলে দাবি করেন। সেদিন তিনি কিছু রাজ্যের গভর্নরকে 'দুর্বল' বলে অভিযোগ করেন এবং বিভিন্ন রাজ্যকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে 'শক্তিশালী' ভূমিকা পালনের নির্দেশ দেন।

জানা গেছে, ট্রাম্প ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল গার্ড হোয়াইট হাউসের পাশে অবস্থান নেয়। তারা শব্দবোমা ও টিয়ার-শেল নিক্ষেপ করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে; যাতে ভাষণ শেষে প্রেসিডেন্ট পায়ে হেঁটে শান্তিপূর্ণভাবে সেন্ট জন্স অ্যাঞ্জেলিকান গির্জায় যেতে পারেন।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040