সিরিয়া পরিস্থিতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের ফোনালাপ
  2020-06-02 11:41:40  cri
জুন ২: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে সিরিয়া পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথা বলেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ইশতেহারে এই তথ্য জানিয়ে বলা হয়, লাভরভ ও গুতেরহিস সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়া ও তুরস্কের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে মত বিনিময় করেন। দু'পক্ষ একমত হয়েছে যে, করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে, সিরিয়ার সন্ত্রাসী তত্পরতা বেড়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা নিশ্চিতের ভিত্তিতে এই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।

ইশতেহারে বলা হয়, দু'পক্ষ সিরিয়ায় মানবিক ত্রাণ-তত্পরতা জোরদার করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক পদ্ধতিতে সিরিয়া সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে। (শুয়েই/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040