জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে: সিজিটিএন সম্পাদকীয়
  2020-06-02 11:39:32  cri

জুন ২: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ পুরুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

ফ্লয়েডের মৃত্যুর ঘটনা আবার যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য সমস্যাকে সামনে নিয়ে এসেছে। নিই উয়র্ক টাইমসের খবরে প্রকাশ, সারা যুক্তরাষ্ট্রের ৭৫টি শহরে মার্কিন পুলিশের সহিংস আইন প্রয়োগ ও বর্ণবৈষ্যমের প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ মানুষ।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পুলিশের সহিংস আইন প্রয়োগের প্রতিবাদ যারা করছেন, তারা নিজেরাই পুলিশের সহিংসতার শিকার হচ্ছেন। বিক্ষোভকারীদের বিভিন্ন উপায়ে বল প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইছে মার্কিন সরকার।

যখন ক্ষোভের আগুন সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, তখন রাজধানী ওয়াশিংটনের অবস্থাও ততটা ভালো না। গত শুক্রবার জনতা হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্প সময়ের জন্য ভুগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নেন এবং পরে সেখান থেকে বেরিয়ে আসেন।

এখন বিশ্বের বিভিন্ন দেশের জনগণ যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের সমর্থনও দিচ্ছে। কালোদের জীবনকে যথাযথ মূল্য দেওয়া, বর্ণবৈষ্যমের বিরোধিতা করা, পুলিশের সহিংস আইন প্রয়োগের বিরোধিতা করা হলো বিক্ষোভকারীদের অভিন্ন দাবি।

স্থানীয় সময় রোববার, 'বাস্কেটবল দেবতা' মাইকেল জর্ডন জর্জ ফ্লয়েডের মৃত্যুতে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'আমরা আর সহ্য করতে পারছি না। আমাদের উচিত একযোগে রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করা। তাদেরকে আইন সংশোধনের জন্য চাপ দিতে হবে। তা নাহলে আমরা ভোটের মাধ্যমে ব্যবস্থাগত সংস্কার বাস্তবায়ন করবো।' (শুয়েই/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040