ব্যক্তিগত স্বার্থ আদায়ে ট্রাম্প বল প্রয়োগের চাপ দিচ্ছেন: মাইকেল কোম্যাক
  2020-06-02 11:23:34  cri

 

জুন ২: মাইকেল কোম্যাক একজন লেখক, সম্পাদক ও পর্যালোচক। তিনি 'এজেন্ডা' সাময়িকীর বেইজিং কার্যালয়ের প্রধান। সম্প্রতি তিনি একটি নিবন্ধ লেখেন। এখানে নিবন্ধের সারাংশ তুলে দেওয়া হলো:

বলাই বাহুল্য, ডোনাল্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। ২০১৮ সালের একটি জরিপে তিনি ৪৪ জন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে খারাপ একজন হিসেবে চিহ্নিত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট ইতোমধ্যে তাকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছে।

এর অনেক কারণ রয়েছে। যেমন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের তিনজন অভিশংসিত প্রেসিডেন্টের একজন; তিনি নিজের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেননি; নিজের আত্মীয়স্বজনদের অনেককে সরকারি পদে নিয়োগ করেছেন; প্রেসিডেন্টের হিসেবে বেতন না-নিলেও নিজের হোটেলকে সরকারি কাজে ব্যবহার করে লাভবান হয়েছেন; কোভিড-১৯ ভাইরাসকে হালকাভাবে নিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে সাহায্য করেছেন; আন্তর্জাতিক সমাজকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন; ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কোনো আইন নিয়ে একমত হতে পারেননি; যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে অসন্তুষ্ট করেছেন এবং কোনো শত্রুকে সত্যিকারের আঘাত দিতে ব্যর্থ হয়েছেন; চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ চালাতে শুরু করলেও কিভাবে তা অব্যাহত রাখবেন ও কখন শেষ করবেন—সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা তার ছিল না; ইত্যাদি।

সম্প্রতি আফ্রিকান বংশোদ্ভূত পুরুষ জর্জ ফ্লয়েড স্থানীয় পুলিশের হাতে মারা যাওয়ায় ধারাবাহিক বিক্ষোভ তত্পরতা শুরু হয়। এ নিয়ে শুক্রবার তাঁর টুইটার একাউন্টে ট্রাম্প লিখেন: 'এসব দুর্বৃত্ত জর্জ ফ্লয়েডের স্মৃতিকে অসম্মান করছে এবং আমি তা হতে দেবো না। গর্ভনর টিম ওয়ালজের সাথে কেবল কথা বলেছি এবং তাকে বলেছি যে, সামরিক বাহিনী সবসময় তার সাথে আছে। যে-কোনও অসুবিধা হলে আমরা নিয়ন্ত্রণ করবো এবং লুটপাট শুরু হলে গুলিও শুরু হবে। ধন্যবাদ।'

মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বাছবিচারহীনভাবে বল প্রয়োগ করা প্রেসিডেন্টের নীতি হওয়া উচিত না। এখান থেকেই তার বর্ণবাদী আচরণ শুরু—তা কিন্তু নয়; তিনি সংঘর্ষকে উস্কে দিতে এর আগেই লজ্জা পাননি। তাঁর হিসাবে তাড়াতাড়ি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারলে তিনি নির্বাচনে বেশি ভোট পাবেন।

দেশের মধ্যে বিভেদ না-কমিয়ে নিজের রাজনৈতিক স্বার্থে তা আরও বাড়িয়ে দেওয়ার আচরণ কোনো প্রেসিডেন্টের হওয়া উচিত না। ট্রাম্পের কাছে জনস্বার্থ আগে নয়, শুধু নিজের স্বার্থের কথা তিনি ভাবেন। এ জন্যই তাকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলা হচ্ছে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040