মধ্য ও দক্ষিণ আমেরিকায় মহামারী পরিস্থিতি গুরুতর: হু
  2020-06-02 11:21:58  cri
জুন ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মধ্য ও দক্ষিণ আমেরিকায় কোভিড-১৯ ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। এ অঞ্চলের মহামারী মোকাবিলার জন্য আন্তর্জাতিক সমাজের জোর প্রচেষ্টা চালানো উচিত।

হু'র জরুরি প্রকল্পবিষয়ক নির্বাহী প্রধান মাইকেল রায়ান একই দিন জানান, মধ্য ও দক্ষিণ আমেরিকার মহামারী পরিস্থিতি এখনও সবচেয়ে খারাপ পর্যায়ে আসেনি। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টার মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হওয়া দশটি দেশের মধ্যে ৫টি আমেরিকান মহাদেশে অবস্থিত। এ দেশগুলো হচ্ছে: ব্রাজিল, যুক্তরাষ্ট্র, পেরু, চিলি এবং মেক্সিকো।

তিনি আরও জানান, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মহামারী পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040