বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগী ৬০ লাখ ছাড়িয়েছে: হু
  2020-06-02 11:21:15  cri
জুন ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগী ৬০ লাখ ছাড়িয়েছে।

গতকাল (সোমবার) বিকেল ২টা পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬,০৫৭,৮৫৩। এদের মধ্যে মারা গেছে ৩৭১,১৬৬ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ১,৭৩৪,০৪০ জন। তা ছাড়া, ব্রাজিলে ৪৯৮,৪৪০, রাশিয়ায় ৪১৪,৮৭৮, যুক্তরাজ্যে ২৭৪,৭৬৬, স্পেনে ২৩৯,৮০১, ইতালিতে ২৩৩,০১৯, ভারতে ১৯০,৫৩৫, জার্মানিতে ১৮১,৮১৫, তুরস্কে ১৬৩,৯৪২, পেরুতে ১৫৫,৬৭১, ইরানে ১৫১,৪৬৬ এবং ফ্রান্সে ১৪৮,৫২৪ জন এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি, ১০২,৬৪০ জন। তা ছাড়া, যুক্তরাজ্যে ৩৮,৪৮৯, ইতালিতে ৩৩,৪১৫, স্পেনে ২৯,০৪৫, ব্রাজিলে ২৮,৮৩৪ এবং ফ্রান্সে ২৮,৭৪৬ জন মহামারীতে মারা গেছেন। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040