হংকংয়ে হস্তক্ষেপ না করে নিজের সমস্যা সমাধান করুন: যুক্তরাষ্ট্রকে তাগিদ দিল বেইজিং
  2020-06-01 20:37:16  cri
জুন ১: ২৫ মে অ্যাফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে জাল টাকা ব্যবহারের অভিযোগে পুলিশ আটক করে। এ সময় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে জর্জ শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। ঘটনার ভিডিওটি ভাইরাল হয়। এরপর যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে ব্যাপক সহিংস ঘটনা ঘটে; প্রতিবাদে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। আসলে গত বছর এমন ঘটনা চীনের হংকংয়ে হয়েছিল। কিন্তু মার্কিন রাজনীতিবিদরা হংকংয়ের হিংসাত্মক ঘটনাকে 'একটি সুন্দর দৃশ্য' হিসেবে বলেছেন। বর্তমানে নিজের ঘরে একই রকম 'সুন্দর দৃশ্য' দেখছেন তারা। এখন তারা কী বলবেন? যেসব মার্কিন নাগরিক জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাঁদেরকে দাঙ্গাকারী বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন!

মার্কিন রাজনীতিবিদদের দ্বৈত মানদণ্ডের আসল লক্ষ্য হলো নিজের নোংরা রাজনৈতিক স্বার্থ হাসিল করা।

এ সম্পর্কে ব্রিটেনের বিখ্যাত্ স্কলার জন রস সামাজিক মাধ্যমে বলেছেন, মিনেসোটা রাজ্যের পুলিশ মানুষকে হত্যা করেছে ও মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু হংকং পুলিশ তা করে নি। মার্কিন রাজনীতিবিদ হংকংয়ের জনগণের স্বার্থে ভীষণ দরদ দেখান, কিন্তু তারা চীনের উন্নয়ন দেখতে পান না।

চীন সরকার দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়ন ও স্বার্থ রক্ষা করছে। কোনও বিদেশি শক্তি অবৈধভাবে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করলেও চীন তার নীতিতে অটল থাকবে।

(ছাই/তৌহিদ/ওয়াংহাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040