যুক্তরাষ্ট্র চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করলে পাল্টা জবাব দেবে চীন: চাও লি চিয়ান
  2020-06-01 20:25:00  cri

জুন ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেছেন, চীন নিজের সার্বভৌমত্ব ও উন্নয়নের অধিকার রক্ষা করবে। যুক্তরাষ্ট্র চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করলে চীন পাল্টা-জবাব দেবে। চীনকে বাধা দেওয়ার মার্কিন পরিকল্পনা সফল হবে না। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইন, কোভিড-১৯ মহামারি, বাণিজ্য ইত্যাদি বিষয়ে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এ সম্পর্কে চাও লি চিয়ান বলেন, হংকং চীনের অভ্যন্তরীণ ব্যাপার, হংকংয়ের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করেছে; এতে কোনও দেশের হস্তক্ষেপের অধিকার নেই। চাও লি চিয়ান আরো বলেন, বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা কল্যাণকর। যুক্তরাষ্ট্র চীনা কোম্পানি ও শিক্ষার্থীদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যা দু'দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও বলেন, নভেল করোনাভাইরাস মহামারি মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ, সব দেশকে একসঙ্গে তা মোকাবিলা করতে হবে। তবে যুক্তরাষ্ট্র চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে; যা অনৈতিক আচরণ।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040