যুক্তরাষ্ট্রের চুক্তি-ভঙ্গের আচরণ আন্তর্জাতিক সমাজ মানবে না: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-06-01 20:19:12  cri

জুন ১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কচ্ছেদ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বিভিন্ন সংস্থা ও চুক্তি থেকে সরে গেছে, এমন চুক্তি-ভঙ্গের আচরণ আন্তর্জাতিক সমাজ মানবে না। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র এ কথা বলেছেন।

চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউনেস্কো, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, প্যারিস চুক্তি, ইরানের পারমাণবিক চুক্তি, মধ্য ও গাইডেড ক্ষেপণাস্ত্র চুক্তিসহ বিভিন্ন সংস্থা ও চুক্তি থেকে সরে গেছে। এমন আচরণ যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও বলপ্রয়োগের রাজনীতির চরিত্র প্রমাণ করে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের গঠিত আন্তর্জাতিক সংস্থা, বিশেষ কোনো দেশকে সেবা দেওয়া এর কাজ না। মহামারি চলাকালে হু'র বিরুদ্ধে দমনমূলক আচরণ হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সহযোগিতা লঙ্ঘন; যা আন্তর্জাতিক সমাজের কাছে অগ্রহণযোগ্য।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040