যে কোনও ধরনের বর্ণ বৈষম্যের বিরোধিতা করে বেইজিং: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-06-01 19:48:10  cri
জুন ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যে কোনও ধরনের বর্ণ বৈষম্যের বিরোধিতা করে বেইজিং।

সম্প্রতি, মার্কিন পুলিশের সহিংস আচরণে এক অ্যাফ্রো-মার্কিন নাগরিকের মৃত্যু ঘটনায় আফ্রিকার দেশগুলোতে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ও কিছু আফ্রিকান রাজনীতিবিদ ইতোমধ্যে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে মুখপাত্র চাও বলেন, 'জাতিগত বৈষম্যে আফ্রিকান দেশ ও মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতিগত বৈষম্য ও বিচ্ছিন্নতার বিরুদ্ধে নিরলস লড়াই চলেছে। আফ্রিকান ইউনিয়ন ও আফ্রিকান দেশগুলোর নেতারা এ ঘটনায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা আন্তর্জাতিক সমাজের সাধারণ চেতনা। আশা করা যায়, মার্কিন প্রশাসন এটি মোকাবিলা করবে এবং বাস্তবতা মনোযোগ দিয়ে শুনবে। চীন আফ্রিকার ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানায়। আফ্রিকান জাতির সঙ্গে সব ধরণের বর্ণ বা জাতিগত বৈষম্য ও বিদ্বেষমূলক আচরণের তীব্র বিরোধিতা করে বেইজিং।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040