সীমান্ত ইস্যুতে চীন ও ভারতের সুষ্ঠু যোগাযোগ রয়েছে: বেইজিং
  2020-06-01 19:44:20  cri
জুন ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, সম্প্রতি চীন-ভারত সীমান্ত অঞ্চলের সামষ্টিক পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে এবং চীন-ভারত সীমান্ত বিষয়ে কূটনৈতিক ও সামরিক যোগাযোগের চ্যানেলগুলো সুষ্ঠুভাবে কাজ করছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন যে, চীন-ভারত সীমান্ত সংঘাতে ভারত তার মর্যাদা ক্ষতিগ্রস্ত করবে না। ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে কঠোর প্রচেষ্টা চালায় ভারত এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেল নিয়ে আলোচনা করছে ভারত ও চীন।

এ সম্পর্কে চাও লি চিয়ান বলেন, সীমান্ত ইস্যুতে চীন ও ভারতীয় নেতাদের গৃহীত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করছে চীন। দু'দেশের স্বাক্ষরিত প্রাসঙ্গিক চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং চীন ও ভারতের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখায় প্রতিশ্রুতিবদ্ধ চীন। বর্তমানে চীন ও ভারতের সীমান্ত পরিস্থিতি সামষ্টিকভাবে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে। চীন আশা করে, দু'পক্ষের আলোচনা ও পরামর্শের ভিত্তিতে দু'দেশের সমস্যাগুলো যথাযথভাবে সমাধান হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040