শিশুদের সঙ্গে সি চিন পিংয়ের নয়টি গল্প
  2020-06-01 19:30:26  cri

জুন ১: আজ পয়লা জুন 'আন্তর্জাতিক শিশু দিবস'। চীনা শিশুদের একজন ঘনিষ্ঠ বড় বন্ধু আছে।

তিনি একজন বড় বন্ধু হিসেবে চীনা শিশু ও কিশোরদের শিশু দিবসের অভিনন্দন জানিয়েছেন।

যদিও তিনি সবসময় ব্যস্ত থকেন, তবুও তিনি সময় পেলে শিশুদের সঙ্গে দেখা করেন এবং তাদের অনেক গুরুত্ব দেন।

তিনি হলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

গল্প ১: ভালো বাবা, যিনি তার মেয়েকে ভালবাসেন।

সি চিন পিং হলেন চীনের প্রেসিডেন্ট। তারপরও তিনি হলেন তাঁর মেয়ের বাবা। তাঁর অফিসে একটি ছবি রাখা আছে। ছবিতে মেয়ের সঙ্গে খেলছেন বাবা সি চিন পিং।

গল্প ২: লাজুক দাদা।

বড় বন্ধু সি চিন পিং শিশুদের মধ্যে অনেক জনপ্রিয়। ২০১৪ সালে তিনি ফুচৌ শহরের একটি আবাসিক এলাকায় যান। তিনি বেশ কয়েকটি শিশু দেখতে পান। পরে ৭ বছর বয়সী একটি ছোট মেয়ে চৌ রুই নিং তাঁর ডাইরিতে লিখে, দাদা সি লজ্জা পেয়েছেন। এটি গোটা চীনাদের দারুণ আনন্দ দিয়েছে।

গল্প ৩: যখন সি চিন পিং শিশুদের কোনও চিঠি পান, তখন তিনি সেসব চিঠির জবাব দেন। ২০১৬ সালের পয়লা জুন উপলক্ষ্যে চ্যচিয়াং প্রদেশের থাইচৌ শহরের ১২জন প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী তাঁকে চিঠি পাঠায়।

তাদের বড় বন্ধু দ্রুত সে চিঠির জবাব দেন। চিঠিতে তিনি শিশুদের উত্সাহ দেন।

গল্প ৪: নিজের ছোটবেলার গল্প বলতে চান।

সি চিন পিং শিশুদেরকে নিজের ছোটবেলায় গল্প বলতে চান।

গল্প ৫: দুর্যোগ এলাকার শিশুদের গুরুত্ব দেন তিনি।

২০১৩ সালের ২০ এপ্রিল সিছুয়ান প্রদেশের লুশানে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উদ্ধার ও পুনর্গঠনের সময় প্রেসিডেন্ট সি বিশেষভাবে শিশুদের খোঁজ নেন।

গল্প ৬: অস্ট্রেলিয়ার শিশুদের চিঠির জবাব দেন তিনি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ১৬টি শিশু চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ানকে স্থানীয় দৃশ্যের গল্প লিখে চিঠি পাঠিয়েছিল। চিঠিতে শিশুরা তাঁদেরকে জন্মস্থানে আসার আমন্ত্রণ জানায়। তারা ভাবতে পারেনি, সি চিন পিং ও ফেং লি ইউয়ান সত্যিই তাদের কাছে যাবেন।

গল্প ৭: বড় বন্ধু হলেন একজন ফুটবলপ্রেমী

বড় বন্ধু সি চিন পিং আসলে একজন দারুণ ফুটবলপ্রেমী। তিনি চীনের যুবক ও কিশোর ফুটবল উন্নয়নে বেশি মনোযোগ দেন।

গল্প ৮: পাকিস্তানের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা পত্রিকায় প্রকাশিত চিঠিতে প্রেসিডেন্ট সিকে স্বাগত জানায়।

পাকিস্তানে বড় বন্ধু সি চিন পিংয়ের অনেক শিশু ভক্ত আছে। ২০১৫ সালে প্রেসিডেন্ট সি পাকিস্তান সফরের সময় পাকিস্তানের একটি বিখ্যাত্ প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা তাঁকে স্বাগত জানিয়ে পত্রিকায় চিঠি ছাপায়।

গল্প ৯: স্কুলে ফিরে যাওয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি।

চীনে মহামারী ছড়িয়ে পড়ার পর সি চিন পিং বিদ্যালয়ের ক্লাস পুনরায় শুরু করার বিষয়ে বেশি মনোযোগ দিয়েছেন। গত ২১ এপ্রিল তিনি শায়ানসি প্রদেশের একটি প্রাথমিক স্কুল পরিদর্শন করেন। তিনি সবাইকে ক্রীড়াচর্চায় উত্সাহ দেন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040