চীনে ই-কমার্স প্ল্যাটফর্মে 'লাইভ' পণ্য বিক্রি ব্যাপক জনপ্রিয় হয়েছে
  2020-06-01 19:22:33  cri

জুন ১: চীনে মহামারির সময় অনলাইনের সরাসরি বা 'লাইভ' পণ্য বিক্রি ব্যাপক জনপ্রিয় হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে পণ্য বিক্রি করে কৃষক, শিল্পপতি, তারকা, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি দারিদ্র্যবিমোচনের সঙ্গে জড়িত কিছু সরকারি কর্মকর্তা অসংখ্য পণ্য বিক্রি করেছেন।

বর্তমান সময়ে লি চিয়া ছি চীনের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বিক্রেতা। তিনি দুই মাসে লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে ৩.৩ কোটি পণ্য বিক্রি করেছেন।

গত বছর লি চিয়া ছি ও তার গ্রুপ ৩০০টিরও বেশি ব্রান্ডকে সেবা দিয়েছে এবং ৬.৬ কোটি পণ্য বিক্রি করেছে। তবে, গত ৫ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত তিনি ৩.৩ কোটি পণ্য বিক্রি করেছেন। তিনি বলেন, এ থেকে বোঝা যায়, তার কাজ এবং ই-কমার্স প্ল্যাটফর্মে সরাসরি পণ্য বিক্রির অবস্থা অনেক উন্নত হয়েছে।

লি চিয়া ছি'র সরাসরি পণ্য বিক্রি এত জনপ্রিয়তার কারণ হলো, তিনি মনে করেন, লাইভস্ট্রিমিংয়ে তিনি সত্য ও প্রকৃত অবস্থা তুলে ধরেছেন। এজন্য তার বিশেষ কোনও আয়োজন করতে হয় না। তিনি যা দেখেন, যা অনুভব করেন, তাই সরাসরি দর্শকদের বলেন। তিনি বলেন, প্রতিটি পণ্যের পেছনের গল্প প্রচার করার চেষ্টা করেন তিনি। এতে সবাই ইতিবাচক সাড়া দেয়।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040