আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে বাচ্চাদের মনের কথা শুনুন
  2020-06-01 16:43:43  cri

জুন ১: আজ (সোমবার) আন্তর্জাতিক শিশু দিবস। এ দিবস উপলক্ষ্যে প্রতিটি শিশুর মনের কথা শুনতে হবে। তাদের আরও বেশি যত্ন নিতে হবে।

চীনের হুনান প্রদেশের ছাংশা শহরের শিশু সু হুয়ান থুং বলে, তার আকাঙ্ক্ষা হলো, নীল আকাশ ও সাদা মেঘের নিচে ঘুড়ি ওড়ানো।

লিয়াওনিং প্রদেশের লিউ ইয়ান পৌ বলে, সে স্কুলে যেতে চায় ও বন্ধুদের সঙ্গে খেলতে চায়।

বেইজিংয়ের শিশু ছেন ওয়েন হুয়া জানায়, এ বছর তার শিশু দিবসের ইচ্ছা হলো, বড় হয়ে একজন চিকিত্সক হওয়া। সে কোভিড-১৯ রোগীদের সেবা দিতে চায়।

এ দিবস উপলক্ষ্যে সারা দেশের শিশু-কিশোরদের শুভেচ্ছাও জানিয়েছে চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040