চীনের বিভিন্ন স্থানে বিদ্যালয়ের ক্লাস আবারও শুরু হয়েছে, ফিরেছে শিক্ষার্থীরা
  2020-06-01 14:42:17  cri
জুন ১: সম্প্রতি চীনের অনেক স্থানের বিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত শুরু করেছে।

আজ (সোমবার) বেইজিংয়ের সিনিয়র বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণী, জুনিয়র বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং প্রাথমিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর চার লাখেরও বেশি শিক্ষার্থী পুনরায় বিদ্যালয়ের ক্লাসে যোগ দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে বেইজিংয়ের মেয়রের শিক্ষা বিভাগ 'লাইভ ওয়াকথ্রু' আয়োজন করে এবং স্কুলে শিক্ষার্থীদের অংশ নেওয়ার পুরো প্রক্রিয়াটি অনুশীলন করে। এতে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা ও ক্লাস করার পদ্ধতি শেখানো হয়। পাশাপাশি বিদ্যালয়গুলোতে জরুরি স্বাস্থ্য মোকাবিলা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিরোধ ও শিক্ষা সংযুক্ত করা হয়েছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040