হু'র সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধে আন্তর্জাতিক স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হবে: নেচার সাময়িকী
  2020-06-01 10:55:51  cri

জুন ১: সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সঙ্গে সহযোগিতা বন্ধের যে-সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে বিদ্যমান সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে। সম্প্রতি যুক্তরাজ্যের নেচার সাময়িকীতে প্রকাশিত এক প্রবন্ধে একাধিক বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে এ মন্তব্য করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন সিদ্ধান্তের ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে মূলত শিশু-রোগ ও ম্যালেরিয়ার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম এবং কোভিড-১৯ ভাইরাসের তথ্য ভাগাভাগি ও এ সংক্রান্ত বৈশ্বিক গবেষণা ও সহযোগিতার ওপর। তা ছাড়া, বিশ্বে স্বাস্থ্যবিষয়ক তত্পরতায় যুক্তরাষ্ট্রের প্রভাবও কমে যাবে।

প্রবন্ধে মার্কিন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিজ্ঞান ও নিরাপত্তা কেন্দ্রের পরিচালক রেবেকা ক্যাজের বরাত দিয়ে বলা হয়, কোভিড-১৯ মহামারী মোকাবিলা যেন আকাশে ওড়ার পাশাপাশি বিমান তৈরি করা। অথচ যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত যেন বিমান আকাশে ওড়ার সময় জানালা ভেঙে দেওয়া।

আর যুক্তরাষ্ট্রের বিশ্ব উন্নয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন গবেষক আমান্ডা গ্রাসম্যানের বরাত দিয়ে প্রবন্ধে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বরং বাড়ানো উচিত। অনেক উন্নয়নশীল দেশে হু'র প্রকল্প রয়েছে। হু ছাড়া বিকল্প পদ্ধতিতে এসব দেশে পৌঁছানো খুব কঠিন। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040