বিবৃতিতে বলা হয়, এ দু'জন পাকিস্তানি কূটনীতিক 'গুপ্তচর' হিসেবে কাজ করছিলেন বলে পুলিশের হাতে প্রমাণ আছে। ভারতীয় কর্তৃপক্ষ পাক হাইকমিশনের দায়িত্বশীল কর্মকর্তাকে ডেকে এ সংক্রান্ত অভিযোগও করেছে এবং এমন নেতিবাচক তত্পরতা বন্ধের দাবি জানিয়েছে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই দিন রাতে প্রকাশিত বিবৃতিতে পাক কূটনীতিকদের বহিষ্কারাদেশের তীব্র নিন্দা করে বলেছে, ভারতের অভিযোগ ভিত্তিহীন এবং উক্ত আদেশ 'ভিয়েনা কূটনৈতিক সম্পর্ক চুক্তি' লঙ্ঘনের সামিল। বিবৃতিতে অভিযোগ করা হয়, ভারতীয় সরকার উক্ত দুই পাক কূটনীতিককে বল প্রয়োগের মাধ্যমে দোষ স্বীকার করতে বাধ্য করেছে, যা নিন্দাযোগ্য ও অগ্রহণযোগ্য। (ইয়াং/আলিম/ফেই)