হিউস্টনে বিক্ষোভ অব্যাহত; দুই শতাধিক গ্রেফতার
  2020-06-01 10:29:59  cri

জুন ১: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহরে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ পুরুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গতকাল (রোববার) হিউস্টন শহরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শহরে বিক্ষোভ ও মিছিল অব্যাহতভাবে চলছে। গত দু'দিনে পুলিশ ২ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

শনিবার সন্ধ্যায় হিউস্টনে কয়েক শত বিক্ষোভকারী শহরের কেন্দ্রীয় এলাকায় ৩ ঘন্টারেরও বেশি সময় মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। হিউস্টন শহরের পুলিশ-প্রধান আর্ট আকেভেডোও বিক্ষোভে সামিল হন।

হিউস্টনের মেয়র সেলভেস্টার টার্নার শনিবার বলেন, হিউস্টন শহরে নিহত জর্জ ফ্লয়েড বড় হয়েছেন। তাঁর মৃতদেহ এখানে সমাহিত করা হবে। তিনি জনগণকে সংযম বজায় রাখতে এবং মিছিলকে দাঙ্গায় পরিণত না-করতে আহ্বান জানান।

হিউস্টন শহরের বিক্ষোভ মিছিল গত শুক্রবার বিকাল থেকে শুরু হয় এবং সেদিন সন্ধ্যায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। পুলিশ জানায়, শুক্রবার ৮ জন পুলিশ দায়িত্ব পালনকালে আহত হন এবং পুলিশের ১৬টি গাড়ি ধ্বংস হয়। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040