' দুর্দান্ত মেজাজ '
  2020-05-31 20:09:34  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লিউ স্যি জুন'র গান শোনাবো। তিনি ১৯৮৮ সালের ৩০ এপ্রিল কুয়াংদং প্রদেশের শেনচেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। ২০০৪ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি হুনান প্রদেশের একটি নারী সংগীত প্রতিযোগিতায় পঞ্চম স্থান লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'অন্য তীরের ফুল' শীর্ষক গান। গানটি গত ২১ মে প্রকাশিত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ স্যি জুন'র কন্ঠে 'অন্য তীরের ফুল' শীর্ষক গান। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সালে তিনি নিজের দ্বিতীয় অ্যালবাম প্রযোজনা করেন। একই বছরে তিনি চীনের সঙ্গীত পাইওনিয়ার তালিকার সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ম্যাডারিন নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'দুর্দান্ত মেজাজ' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ স্যি জুন'র কন্ঠে 'দুর্দান্ত মেজাজ' শীর্ষক গান। ২০১৭ সালে তিনি পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৯ সালে তিনি নিজের প্রথম রক ইপি প্রকাশ করেন। ২০১০ সালে তিনি লাইভ সংগীত সম্মেলন আয়োজন করেন। তিনি সম্মেলনের সমগ্র আয় দুর্যোগাক্রান্ত এলাকায় দান করেন। একই বছরের ২৬ নভেম্বরে তিনি রাশিয়ায় আয়োজিত 'বাঘ সুরক্ষা শীর্ষ সম্মেলনে' গান পরিবেশ করেছন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বোধি কবিতা' শীর্ষক গান। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। বোধি কবিতা হলো বৌদ্ধধর্মের কবিতা। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ স্যি জুন'র কন্ঠে 'বোধি কবিতা' শীর্ষক গান। তিনি কুয়াংদং প্রতেশের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। জুনিয়ার বিদ্যালয়ের সময় তাঁর বাবা-মার বিবাহবিচ্ছেদ হয়। তিনি চার বা পাঁচ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সময়ের ধীর ভ্রমণ' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়: রাতে কোন কোন মানুষ রেস্তরাঁয় গল্প শুনে। কোন কোন মানুষ এখনো কিছু খায়নি। দিনে শক্তিশালী, কিন্তু রাতে আসল মানুষে পরিণত হয়েছে।

আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ স্যি জুন'র কন্ঠে 'সময়ের ধীর ভ্রমণ' শীর্ষক গান। তিনি সিনিয়ার বিদ্যালয়ের সময় সংগীত নিয়ে লেখাপড়া করেন। বিদ্যালয়ে তিনি দুই বার সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দূরের গান' শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। লিউ স্যি জুন'র কন্ঠ সুমধুর ও নরম। গানটিতে বলা হয়েছে: আমি দূর থেকে একটি সংগীত রচনা করে দূরের তোমাকে পাঠাবো। তোমার হাসি ও আমার হাসির মধ্যে মিলে আছে। এটি হলো আমাদের আগের স্মৃতি। হাসতে হাসতে কেঁদে আগের তোমাকে বিদায় করি। আমার সংগীতে আমাদের গল্প বলা হয়েছে।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040