হু থেকে সরে যাওয়া পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় নেতাদের আহ্বান
  2020-05-31 18:55:38  cri
মে ৩১: গতকাল (শনিবার) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দ্যে লেইন এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি ও নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি বোরেলি যৌথভাবে এক বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু থেকে সরে যাওয়া পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে সবার প্রধান দায়িত্ব হচ্ছে প্রাণ বাঁচানো ও মহামারীর প্রসার নিয়ন্ত্রণ করা। এই লক্ষ্যে হু'র প্রচেষ্টা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং অতিরিক্ত অর্থও যোগান দেবে।

বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, বৈশ্বিক সহযোগিতা ও একতা হচ্ছে বর্তমান সংকট কাটিয়ে ওঠার একমাত্র কার্যকর উপায়। বর্তমানে হু-কে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে, যাতে বর্তমান ও ভবিষ্যতের মহামারী রোধে অগ্রণী ভূমিকা পালন করা যায়। এ লক্ষ্যে সবার অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন। বৈশ্বিক হুমকির মুখে সহযোগিতা উন্নত করতে হবে এবং সম্মিলিতভাবে সমাধানের পথ খুঁজতে হবে। আন্তর্জাতিক সহযোগিতার জন্য ক্ষতিকর আচরণ বন্ধ করা উচিত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040