হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন নিয়ে হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিচার বিভাগের সাবেক ফৌজদারি প্রসিকিউটরের বক্তব্য
  2020-05-31 18:54:34  cri
মে ৩১: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে গৃহীত হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইন সম্পর্কে চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি-কে সাক্ষাত্কার দিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিচার বিভাগের সাবেক ফৌজদারি আইনজীবী ব্যারিস্টার চিয়াং ল্য শি। তিনি মনে করেন, চীনের হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইন যৌক্তিক ও প্রয়োজনীয়। হংকংয়ের ভবিষ্যত নিয়ে তিনি সম্পূর্ণ আস্থাবান।

তিনি মনে করেন, গত বছর হংকংয়ে সংঘটিত সহিংস তত্পরতা গুরুতরভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলেছে। হামলাকারীদের উদ্দেশ্য হংকংয়ের স্থিতিশীলতা ও 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি নষ্টা করা। তারা চীনকে বিচ্ছিন্ন করতে চায়। তিনি বলেন, যারা হংকংয়ের ওপর হস্তক্ষেপ করেছে, তারা পুরোপুরি 'নগ্নভাবে ভণ্ডামি' করছে। তাদের আচরণ সম্পূর্ণ উস্কানিমূলক!

হংকংয়ের বিশেষ শুল্ক অঞ্চলের মর্যাদা বাতিলের যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে, সে বিষয়ে চিয়াং ল্য শি মনে করেন, হংকংয়ের অর্থনৈতিক অবস্থান সহজে পরিবর্তন করা যাবে না। হংকংকে একটি স্বতন্ত্র শুল্ক অঞ্চল হিসাবে বিবেচনা করে বিশ্ব বাণিজ্য সংস্থা।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040