বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এ পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হলো, চীনের বিখ্যাত সাহিত্যিক মাও তুন রচিত একটি গদ্য। এতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের পীত-মাটির মালভূমির খুব সাধারণ পপলার গাছের কথা বলা হয়েছে। পীত-মাটির মালভূমিতে বৃষ্টি কম হয়, আবহাওয়া শুষ্ক, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক এবং পানি ও ভূমির ক্ষয় বেশি হয়। খারাপ প্রাকৃতিক পরিবেশে পীত-মাটির মালভূমিতে খুব কম বড় গাছই বাঁচতে পারে। তবে পপলার গাছ একটি ব্যতিক্রম। পপলার গাছের শক্তিশালী জীবনীশক্তি আছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অনেক পপলার গাছ দেখা যায়। এটি সোজা ও উঁচু এক ধরনের গাছ, এর কাণ্ড জ্বালানি, আসবাবপত্র ও নির্মাণ কাজে ব্যবহার করা হয়; আর পপলার গাছ বন বালিঝড় প্রতিরোধ করতে পারে। তাই চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ পপলার গাছ বিশেষ পছন্দ করে।
এই পাঠে লেখক বলেছেন, পপলার গাছ উত্তর-পশ্চিমাঞ্চলে অনেক সাধারণ, আর অনেকেই একে মূল্যবান মনে করে না, তবে এর প্রাণশক্তি বেশি, খারাপ আবহাওয়া ও পরিবেশে সহজেই টিকে থাকে, নিজের প্রাণ দিয়ে জমি রক্ষা করে। এসব চরিত্র ঠিক উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষকের মতই। লেখক পপলার গাছের প্রশংসা করার মাধ্যমে, আসলে পরিশ্রমী, শক্তিশালী, সহজ-সরল ও সাহসী কৃষকের প্রশংসা করেছেন।
এই পাঠের লেখক মাও তুন চীনের সাহিত্যে সংস্কার ও নতুন সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সহজ কিন্তু আকর্ষণীয় বক্তব্যে পপলার গাছ ও কৃষকের সেই প্রাণশক্তি অনুভব করা যায়।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
白杨树 bái yáng shù
赞美 zàn měi প্রশংসা করা 赞美这幅画 zàn měi zhè fú huà এই ছবির প্রশংসা করা 我需要你的赞美 xǔ yào nǐ de zàn měi আমি চাই তুমি আমার প্রশংসা কর।
普通 pǔ tōng সাধারণ 普通人pǔ tōng rén সাধারণ মানুষ普通生活 pǔ tōng shēng huo সাধারণ জীবন
非凡 fēi fán de অসাধারণ 他是一个非凡的人 tā shì yí gè fēi fán de rén তিনি একজন অসাধারণ মানুষ।
生命力 shēng mìng lì প্রাণশক্তি 有力量的 yǒu lì liàng de শক্তিশালী