যুক্তরাষ্ট্রে ফের জাতিগত বৈষম্যের চিত্র প্রকাশিত: সিআরআই সম্পাদকীয়
  2020-05-31 16:40:09  cri
মে ৩১: ২৫ মে অ্যাফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে জাল টাকা ব্যবহারের অভিযোগে পুলিশ আটক করে। এ সময় পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে জর্জ শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। ঘটনার ভিডিওটি ভাইরাল হয়। এরপর যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে ব্যাপক সহিংস ঘটনা ঘটে; প্রতিবাদে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার মতো নাজুক অবস্থায় পুলিশের এমন আচরণ পুনরায় সেদেশের জাতিগত বৈষম্যের চিত্র প্রকাশ করেছে। এসব মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

মার্কিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু মার্কিন নেতারা সামাজিক মাধ্যমে জানায়, দাঙ্গা হলো সন্ত্রাসীদের তত্পরতা। কেউ ডাকাতি করলে তাকে গুলি করা হবে। প্রশাসন শক্তিবলে জনতাকে দমন করতে চাচ্ছে। কিন্তু মার্কিন ওয়েবসাইট ব্যবহারকারীরা এর নিন্দা ও বিদ্রূপ করেছে।

কিছু নেটিজেন বলেন, মার্কিন রাজনীতিবিদরা অন্যান্য দেশের দাঙ্গাকে 'একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য' বলে! কিন্তু নিজ দেশে কৃষ্ণাঙ্গ মানুষের বৈধ অধিকারের লড়াইকে 'সন্ত্রাসী আচরণ' বলে ও জোর করে দমন করে। এ ধরনের জাতীয় দ্বৈত মানদণ্ড 'ন্যক্কারজনক'।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040