রাষ্ট্রীয় পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেছেন লি খ্য ছিয়াং
  2020-05-30 19:04:39  cri

মে ৩০: গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। তিনি 'কার্যবিবরণীর' গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আরেকবার ঘোষণা করেন। সম্মেলনে বলা হয়, সদ্য-সমাপ্ত চীনের ১৩তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে 'কার্যবিবরণী' যাচাই করে গৃহীত হয়েছে। এতে সারা বছরের আর্থ-সামাজিক বিকাশের লক্ষ্য ও কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে জনগণের ইচ্ছা ও সমাজের চেতনা প্রতিফলিত হয়েছে।

সম্মেলনে জোর দিয়ে বলা হয়, সব স্তরের সরকারকে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সিদ্ধান্ত কাজে লাগাতে হবে। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং আর্থ-সামাজিক বিকাশের অগ্রগতি সমন্বয় করতে হবে।

সম্মেলনে আরও বলা হয়, বর্তমান জটিল, পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতির নতুন পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। অর্থনৈতিক বিকাশকে উত্সাহিত করার মাধ্যমে পুরো বছরের আর্থ-সামাজিক বিকাশের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040