কোভিড-১৯ মহামারী পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, রাস্তার দোকান খুলছে
  2020-05-30 19:03:32  cri
মে ৩০: চীনের কেন্দ্রীয় সভ্যতা কার্যালয় জানায়, কোভিড-১৯ মহামারির পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সড়কের দোকান ও স্টলগুলো খুলেছে।

এ বছর সড়ক ব্যবস্থাপনা ও রাস্তার বাজারগুলো থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে। অর্থাত্ বাইরে কাজ শুরু হয়েছে এবং রাতের বাজার ও স্টলগুলো খুলতে শুরু করেছে। এভাবে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পাশাপাশি, নাগরিকদের বহুমুখী চাহিদাও পূরণ হবে।

বর্তমানে চীনের ছেংতু, সুচৌ ও নানছাংসহ বিভিন্ন স্থানের মানুষ গ্রীষ্মের শুরুতে রাতের বাজার উপভোগ করতে শুরু করেছেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040