জনগণের বৈধ নাগরিক অধিকার লঙ্ঘন করা যাবে না: চীনের দেওয়ানি আইন শিক্ষা কর্মসূচিতে বলেছেন সি চিন পিং
  2020-05-30 18:53:36  cri
মে ৩০: চীনা নাগরিকদের বৈধ অধিকার লঙ্ঘন করা যাবে না বলে মন্তব্য করেছেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং। 'চীনের দেওয়ানি আইন' কার্যকরভাবে কাজে লাগাতে গতকাল (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর ১২তম সামষ্টিক শিক্ষা সম্মেলনে সভাপতিত্ব করেন সি চিন পিং।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বিভিন্ন পর্যায়ের সিপিসি ও জাতীয় কমিটির উচিত, দেওয়ানি আইনের আলোকে জনগণের বৈধ নাগরিক অধিকার রক্ষা করা। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত অধিকার ও সম্পত্তি রক্ষার অধিকার।

প্রেসিডেন্ট সি বলেন, দেওয়ানি আইন বাস্তবায়নের মান ও কার্যকারিতা জনগণের জন্য সেবা দেওয়ায় বিভিন্ন পর্যায়ে সিপিসি কমিউনিটির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট সরকারি সংস্থা, তত্ত্বাবধানকারী সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত আইন অনুযায়ী তাদের দায়িত্ব লালন-পালন করা, যাতে নাগরিকদের অধিকার লঙ্ঘন না হয় এবং নাগরিকদের সম্পর্ক মজবুত হয়।

সি চিন পিং উল্লেখ করেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত সম্পত্তির অধিকার রক্ষা করা, ব্যক্তিগত অধিকার সংরক্ষণ করা, মেধার অধিকার রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিচার ও তত্ত্বাবধান-কাজ জোরদার করা। (ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040