মে ৩০: গতকাল (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কেন্দ্রীয় পলিট ব্যুরো বেইজিংয়ে 'দেওয়ানি আইন বাস্তবায়নের বিষয়ে দ্বাদশ সমষ্টিগত শিক্ষা কর্মসূচি' আয়োজন করেছে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষা সম্মেলনে সভাপতিত্ব করেন ও ভাষণ দেন।
সি চিন পিং বলেন, দেওয়ানি আইন চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আইনি ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এটি হলো দৃঢ়, স্থিতিশীল, প্রত্যাশিত ও দীর্ঘমেয়াদী সুবিধাসম্পন্ন একটি মৌলিক আইন। এটি সার্বিকভাবে আইনগত রাষ্ট্রীয় প্রশাসন, সমাজতান্ত্রিক মৌলিক অর্থনৈতিক ব্যবস্থা জোরদার, জনগণকেন্দ্রিক উন্নয়নের চিন্তা মেনে চলা, জনগণের আইনগত ব্যবস্থা স্বাস্থ্য রক্ষা, মানবাধিকার কাজের উন্নয়ন এবং দেশের পরিচালনা ব্যবস্থা ও সামর্থ্য আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ। সিপিসি'র উচিত দেওয়ানি আইন কার্যকরভাবে জোরদার করা, যাতে সার্বিকভাবে আইনগত রাষ্ট্রীয় প্রশাসন, সমাজতান্ত্রিক আইন রাষ্ট্রীয় প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ রক্ষা করা যায়।
তিনি আরও বলেন, দেওয়ানি আইনকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় যুক্ত করতে হবে। আমাদের নিজের অবস্থা অনুযায়ী দেওয়ানি আইনের গবেষণা জোরদার করতে হয়। দ্রুত চীনা বৈশিষ্ট্যময় ও যুগোপযোগী আইনি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)