২০১২ সালে তিনি ও তাঁর সঙ্গীত দল কল্পনাবিলাসী ব্যান্ড সেই বছরের 'জিপো' রক সঙ্গীত প্রতিযোগিতার শাংহাই এলাকার চ্যাম্পিয়ন হয়।
২০১৪ সালে ছেন লি ও তাঁর সঙ্গীত ব্যান্ড 'কল্পনাবিলাসী' র প্রথম অ্যালবাম 'সবকিছু' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আগামীকালের পথ'সহ ছয়টি গান।
২০১৪ সালের অক্টোবর মাসে ছেন লি 'কল্পনাবিলাসী' সঙ্গীত ব্যান্ড থেকে সরে গিয়ে স্বাধীনভাবে গান গাইতে শুরু করেন। একই বছর তিনি দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি, ছেন লি'র প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'যদি তাই হয়' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত আছে 'আশ্চর্য সামর্থ্যের গান'সহ ১৫টি গান।
২০১৫ সালের মার্চ মাসে ছেন লি নিজের প্রথম অ্যালবাম 'যদি তাই হয়' নিয়ে দেশব্যাপী কনসার্ট আয়োজন করেন। মে মাসে তিনি স্বাধীন কন্ঠশিল্পীর পরিচয়ে 'পশ্চিম হ্রদ মিউজিক কার্নিভালে' অংশ নেন।
২০০৫ সালের জুলাই মাসে ছেন লি'র লোকগান 'দূরের তারকা' প্রকাশিত হয়। আবার ডিসেম্বর মাসে তিনি আরেকটি গান 'যদি ভালোবাসে' প্রকাশ করেন।
২০১৬ সালের ২৬ জুলাই ছেন লি'র দ্বিতীয় ব্যক্তিগত অ্যালবাম 'ছোট স্বপ্ন অর্ধেক পূরণ হয়েছে' রিলিজ হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'সুগন্ধের ঘাস'সহ দশটি গান। একই বছর তাঁর ''ছোট স্বপ্ন অর্ধেক পূরণ হয়েছে' নামের বিশ্বব্যাপী কনসার্ট আয়োজিত হয়।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ছেন লি 'এশিয়ার নতুন গান তালিকার' বার্ষিক শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। ২৩ নভেম্বর তাঁর গান 'যখন আমি এখানে আছি' প্রকাশিত হয়। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর ছেন লি আরেকটি গান প্রকাশ করেন। গানের নাম 'চার দিকে ঘুড়ে বেড়াবো' ।
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ছেন লি'র গান 'অপেরার মঞ্চ' প্রকাশিত হয়। ৭ মার্চ তাঁর স্বরচিত গান 'সৌভাগ্যের বিষয়' রিলিজ হয়। আবার ২৮ মার্চে তাঁর আরেকটি গান 'উদযাপন' রিলিজ হয়।
২৬ জুলাই ছেন লি'র তৃতীয় অ্যালবাম 'in Blue Note Beijing' বাজারে আসে। ২০১৮ সালের ২৬ জুলাই ছেন লি'র চতুর্থ অ্যালবাম 'খেলা' রিলিজ হয়।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন লি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)