'চীন দৃঢ়ভাবে তথাকথিত 'স্বাধীন তাইওয়ান' ধারণার বিরোধিতা করে'
  2020-05-29 19:07:10  cri
মে ২৯: 'দেশে বিচ্ছিন্নতাবিরোধী আইন' বাস্তবায়নের ১৫ বছর পূর্তিতে আজ (শুক্রবার) একটি আলোচনাসভা বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান সু সভায় বলেন, দৃঢ়ভাবে তথাকথিত 'স্বাধীন তাওয়ান' ধারণার বিরোধিতা করতে হবে, দৃঢ়ভাবে দেশের শান্তি ও ঐক্য বাস্তবায়ন করতে হবে।

লি চান সু বলেন, 'স্বাধীন তাইওয়ান' ধারণা দ্বারা প্রভাবিত হয়ে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাবে তাদের কাজ একদম অবৈধ ও অকার্যকর। তারা বৈদেশিক শক্তির সঙ্গে যুক্ত হলেও, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ অংশ এমন ঐতিহাসিক ও আইনগত বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। 'শান্তিপূর্ণ একীকরণ; এক দেশ, দুই ব্যবস্থা' হল দেশের একীকরণ বাস্তবায়নের সবচেয়ে ভালো পদ্ধতি। 'এক চীন নীতি'তে অবিচল থাকা হল দেশের শান্তিপূর্ণ একীকরণ বাস্তবায়নের ভিত্তি। দেশ-বিদেশের সকল চীনার উচিত নিরলস চেষ্টা করা, যৌথভাবে দেশের একীকরণ ত্বরান্বিত করা, এবং চীনা জাতির পুনরুত্থানের মহান স্বপ্নকে বাস্তবায়ন করা। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040