যুক্তরাষ্ট্রের উচিত সিনচিয়াংয়ের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা: চীনা মুখপাত্র
  2020-05-29 19:05:15  cri

মে ২৯: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সম্প্রতি 'উইগুর মানবাধিকারনীতি প্রস্তাব' গৃহীত হওয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ থেকে বোঝা যায়, সন্ত্রাসদমন সমস্যায় যুক্তরাষ্ট্র 'দ্বৈত মানদণ্ড' প্রয়োগ করে থাকে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়।

চাও লি চিয়ান বলেন, মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট প্রস্তাবে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে এবং চীনের সিনচিয়াংসংশ্লিষ্ট নীতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। এ প্রস্তাব চীনের সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলকরণ-ব্যবস্থাকে মিথ্যার আবরণে উপস্থাপন করা হয়েছে। চীন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করে।

তিনি বলেন, সিনচিয়াংসংশ্লিষ্ট সমস্যা মানবাধিকার, ধর্ম বা জাতিগত সমস্যা নয়, বরং তা সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী সমস্যা। চীন সরকারের নেওয়া ধারাবাহিক ব্যবস্থা সিনচিয়াং-এর বিভিন্ন জাতির জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ও এর ইতিবাচক মূল্যায়ন করেছে। যুক্তরাষ্ট্র সিনচিয়াং ইস্যু নিয়ে সমস্যা সৃষ্টি করতে চায়, যা একদম ভিত্তিহীন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি-নিয়মের লঙ্ঘন। এ হচ্ছে সন্ত্রাসদমনে যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ডের প্রতীক এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অপপ্রয়াস।

চাও লি চিয়ান বলেন, সিনচিয়াং ইস্যু একদম চীনের অভ্যন্তরীণ ব্যাপার। অন্য কোনো দেশের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল আচরণ বন্ধ করা, সিনচিয়াং ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীন ব্যাপারের হস্তক্ষেপ বন্ধ করা, এবং ভুল পথে এগিয়ে না-যাওয়ার তাগিদ দেয়। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040