অন্য কোনো দেশের হংকং বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই: চীনা মুখপাত্র
  2020-05-29 19:01:22  cri
মে ২৯: চীনের জাতীয় গণকংগ্রেসে হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইন পাস করা চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এতে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো দেশের নেই। চীনের সার্বভৌমত্বকে সম্মান দেখিয়ে সতর্কতার সাথে কাজ বা মন্তব্য করা এবং যে-কোনো উপায়ে হংকংসহ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দেশের প্রতি তাগিদ দেয় বেইজিং। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন এ কথা বলেন।

তিনি বলেন, হংকংসংশ্লিস্ট জাতীয় নিরাপত্তা আইন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো ভুল মন্তব্য করছে ও ভিত্তিহীন অভিযোগ করছে। চীন এতে তীব্রভাবে অসন্তুষ্ট। চীন ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কঠোর মনোভাব জানিয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে হংকংয়ে চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 'চীন ও ব্রিটেনের যৌথ বিবৃতি' অনুসারে হংকংয়ে ব্রিটেনের সংশ্লিস্টতা পুরোপুরিভাবে অবসান ঘটে। এই যৌথ বিবৃতি ও হংকং ইস্যু নিয়ে আপত্তিকর কথা বলার আইনগত ভিত্তি ও যোগ্যতা কারোর নেই। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040