পাশ্চাত্য দেশের হংকংসংশ্লিষ্ট বিবৃতি চীনের হংকং রক্ষার সংকল্প নড়বড়ে করতে পারবে না: সিআরআই সম্পাদকীয়
  2020-05-29 18:57:19  cri

মে ২৯: বিশ্বে অসংখ্য দেশ জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করেছে। কিন্তু যখন চীন হংকংয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সহিংসতা অবসানের জন্য একই ধরনের আইন প্রণয়ন করেছে, তখন কিছু কিছু পাশ্চাত্য দেশ বার বার এর তীব্র নিন্দা জানাচ্ছে। তাদের হস্তক্ষেপের 'প্রমাণ' রাখার জন্য তারা 'তিন দেশীয় বিবৃতি' বা 'চার দেশীয় বিবৃতি'ও প্রকাশ করেছে; ট্রাম্প প্রশাসন শান্তি আরোপের হুমকিও দিয়েছে।

২২ মে, ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে, ব্রিটেন, কানাডা, অস্ট্রিলিয়া—এই তিনটি দেশ উন্মুক্তভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে ও হংকংসংশ্লিষ্ট বিবৃতি প্রকাশ করে। অধিবেশন সমাপনীর দিনে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া আবারও হংকংবাসীর জনমতকে উপেক্ষা করে হংকংসংশ্লিষ্ট আরেকটি বিবৃতি প্রকাশ করে।

হংকংয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা আইনকে সমর্থনের যৌথ ফ্রন্ট ২৪ তারিখ থেকে এই আইনের প্রণয়নের জন্য সমর্থন আদায় কার্যক্রম শুরু করে। এতে দশ লাখেরও বেশি হংকংবাসী অংশ নেয়। হংকংয়ের প্রশাসক কেরি লাম চেংও এতে অংশ নিয়েছেন। এই কার্যক্রমে অংশগ্রহণকারী হংকংয়ের আইন প্রণয়ন সংস্থার সদস্য হো জুন ইয়াও বলেন, হংকংসংশ্লিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের প্রণয়ন হল হংকংকে দেওয়া কেন্দ্রীয় সরকারের শক্তিশালী সমর্থন। দেশের নিরাপত্তা রক্ষা করলেই কেবল হংকংয়ের আরো ভালো উন্নয়ন সম্ভব হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নেতৃত্বাধীন কয়েকটি পাশ্চাত্য দেশ, তাদের মতে যৌথ বিবৃতি নিয়ে মানুষকে ভয় দেখাতে পারবে বা চীনের অভ্যন্তরীণ ব্যপারে হস্তক্ষেপের আচরণকে যুক্তিযুক্ত প্রমাণ করতে পারবে—এমনটা অসম্ভব। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040