ইউরোপের দেশগুলোর উচিত হবে না গণস্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ কমানো: হু
  2020-05-29 16:22:26  cri

মে ২৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ইউরোপ দফতরের পরিচালক হান্স ক্লুগে ২৮ মে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সতর্ক করে দিয়ে বলেন, কোভিড-১৯ মহামারীর আঘাতে ইউরোপে অর্থনৈতিক মন্দা দেখা যাবে। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপের দেশগুলোর উচিত হবে না গণস্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ কমানো।

তিনি বলেন, ইউরোপ এখন অর্থনৈতিক মন্দার সম্মুখীন। ইইউর পূর্বাভাস অনুযায়ী, মহামারী নিয়ন্ত্রণে এলেও চলতি বছর ইইউর জিডিপি ৭.৫ শতাংশ কমবে। তবে, হু আশা করে, এর পরও ইইউর দেশগুলো গণস্বাস্থ্য খাতে বরাদ্দ কমাবে না।

তিনি বলেন, অর্থনীতির পুনরুদ্ধারকাজকে কোভিড-১৯ প্রতিরোধের সঙ্গে সমন্বিত করতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ হওয়া উচিত জনতাকেন্দ্রিক, যেখানে গণস্বাস্থ্য মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

ইউরোপে মহামারী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ইউরোপে হু'র ৫৩টি সদস্যদেশে ইতোমধ্যে ২০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসব দেশের মৃতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040