চীনের বিজ্ঞানীদের চিঠির জবাব দিলেন প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-05-29 15:50:35  cri

মে ২৯: চীনের চতুর্থ 'বিজ্ঞানী দিবস' উপলক্ষ্যে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিং পিং আজ (শুক্রবার) ইউয়েন লোং পিং, চোং নান শান এবং ইয়ে পেই চিয়েনসহ ২৫ জন বিজ্ঞানীর চিঠির জবাব দেন। তিনি চিঠিতে সকল বিজ্ঞানীকে শুভেচ্ছা জানান।

চিঠিতে প্রেসিডেন্ট সি বলেন, উদ্ভাবন হচ্ছে উন্নয়নের প্রথম চালিকাশক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে প্রতিবন্ধকতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আকস্মিক নভেল করোনাভাইরাস মহামারীর সম্মুখীন হয়ে দেশের বিজ্ঞানীরা ভীত না-হয়ে প্রতিবন্ধকতা অতিক্রম করার সাহস দেখিয়েছেন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ক্লিনিকাল চিকিত্সা, টিকার গবেষণা, সরঞ্জামের নিশ্চয়তা এবং বিগ ডেটার ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা বিজ্ঞানীরা ছিলেন দেশবাসীর আস্থার প্রতীক।

প্রেসিডেন্ট সি বলেন, বিজ্ঞানীরা চমত্কার ঐতিহ্য ধরে রেখে সৃজনশীলতার ওপর আস্থায় অটুট থাকবেন এবং গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাবেন এই আশা করা যায়। চীনকে বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য তাদের আরও বেশি অবদান রাখতে হবে।

উল্লেখ্য, চীনের বিজ্ঞানীদের অনুপ্রেরণা দিতে রাষ্ট্রীয় পরিষদ ২০১৬ সালের নভেম্বর মাসে প্রতিবছরের ৩০ মে 'বিজ্ঞানী দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040