কিভাবে দেশের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ও গণজীবিকার মান নিশ্চিত করা যাবে?
  2020-06-01 08:52:43  cri

কিভাবে দেশের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ও গণজীবিকার মান নিশ্চিত করা যাবে?

গত সপ্তাহে এনপিসি ও সিপিপিসিসি'র 'দুই অধিবেশন' বেইজিংয়ে আয়োজিত হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশ ও এলাকা থেকে আসা প্রতিনিধি ও সদস্যরা দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়ন সম্পর্কে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ও গণজীবিকার মান নিশ্চিত করা।

চলতি বছরের শুরুতে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ে। মহামারীর তান্ডব এখনো বন্ধ হয়নি। মহামারী বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে এবং বৈশ্বিক অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, চলতি বছর হচ্ছে চীনকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার চূড়ান্ত তথা শেষ বর্ষ। তাই চীনের গণজীবিকার বটমলাইন নিশ্চিত করা, অর্থনীতির উন্নয়ন স্থিতিশীল করা এবং ভবিষ্যতের উন্নয়নে ভিত্তি স্থাপন করা চীনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।

ছয় দিক থেকে অর্থনীতির স্থিতিশীলতা ও গণজীবিকার মান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে চীন সরকার। বিশ্বের মহামারীর প্রভাবে চীনের বৃহত্তম গাড়ির গ্লাস উত্পাদনকারী প্রতিষ্ঠান ফুইয়াও গ্রুপের বিদেশে অবস্থিত কারখানাগুলোতে কাজ প্রায় সবই বন্ধ হয়েছে বা উত্পাদন হ্রাস পেয়েছে। এখন ধীরে ধীরে উত্পাদনকাজ পুনরুদ্ধার হচ্ছে। এ সম্পর্কে ফুইয়াও গ্রুপের উপমহাপরিচালক সিপিপিসিসি'র সদস্য ছাও হুই বলেন, "মহামারী চলাকালে ধারাবাহিক অর্থনৈতিক সহায়তানীতি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাহায্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে চীনের সরকার। তাই আমাদের কোম্পানি জটিল সময় কাটিয়ে উঠে বর্তমানে ধীরে ধীরে উত্পাদন পুনরুদ্ধার করছে।"

চীনের সরকারি কার্যবিবরণী থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৬.৮ শতাংশ হ্রাস পেয়েছে। এসময় বিশ্বের অর্থনীতিও মন্দাবস্থায় পড়েছে। আইএমএফের অনুমান অনুসারে, চলতি বছর বিশ্বের অর্থনীতি ৩ শতাংশ হ্রাস পাবে।

চীনের সরকারি কার্যবিবরণীতে চীনা নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ, গণজীবিকার মান, বাজারের প্রাণশক্তি, খাদ্যশস্যের নিরাপত্তা, সরবরাহ চেইনের স্থিতিশীলতা, এবং তৃণমূলের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এমন অস্থিতিশীল ও অনিশ্চিত বিশ্বে উন্নয়ন বাস্তবায়ন করা অনেক জটিল ব্যাপার। চীনের বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাপক ঝামেলা ও চাপের সম্মুখীন। তাই বিভিন্ন সহায়তা নীতিমালা ও পদক্ষেপ সঠিক, নির্দিষ্ট ও কার্যকর হতে হবে।

তা ছাড়া, সরকারি কার্যবিবরণীতে চলতি বছরের অর্থনীতির প্রবৃদ্ধির প্রাক্কলিত হারও উল্লেখ্য করা হয়নি। চীনের বিভিন্ন এলাকায় আরো মনোযোগ দিয়ে গণজীবিকার মান নিশ্চিত করার স্বার্থেই এমনটি করা হয়েছে। বিভিন্ন স্থিতিশীল ও নিশ্চিত পদক্ষেপ বিশেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ সম্পর্কে কুয়াংতুং প্রদেশের চানচিয়াং শহরের মেয়র, এনপিসি'র প্রতিনিধি চিয়াং চিয়ান চুন বলেন, "বর্তমানে চানচিয়াং শহরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩ লাখ ৪২০০ টিরও বেশি। তাই শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবস্থা স্থিতিশীল হলে শহরের অর্থনীতি স্থিতিশীল রাখা সম্ভব।"

এবার সরকারি কার্যবিবরণীর প্রণয়নকারীর অন্যতম, রাষ্ট্রীয় পরিষদের গবেষণাগারের পরিচালক হুয়াং শৌ হুং বলেন, চলতি বছরের অর্থনীতি ও গণজীবিকার স্থিতিশীল পদক্ষেপ বিশেষ পরিস্থিতির কারণে রচনা ইতিবাচক নীতিমালা, নেতিবাচক লক্ষ্যমাত্রা ঠিক করা নয়।

কর্মসংস্থান, বাজার, খাদ্যশস্য ও সরবরাহ চেইনসহ বিভিন্ন খাতের গণজীবিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিভিন্ন খাতের স্থিতিশীলতা বজায় রাখলে চীনের গণজীবিকা ও বাজার নিশ্চিত হবে। এ সম্পর্কে চীনের ইয়ুননান প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক, এনপিসি'র সদস্য ইয়াং হুং পো বলেন, "কর্মসংস্থানের গণজীবিকার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাজার স্থিতিশীল হলে কর্মসংস্থানও নিশ্চিত হবে। সরকারি কার্যবিবরণীতে কর্মসংস্থান শব্দটি ৩৯ বার এসেছে। তা থেকে বোঝা যায়, কর্মসংস্থানের ওপর বেশি মনোযোগ দেয় কেন্দ্রীয় সরকার।"

বর্তমানে চীনের ১০ কোটিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে বহু মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তারাও কর্মসংস্থানের প্রধান শক্তি। চীনের মহামারী চলাকালে শ্রমিকরা বাইরে যেতে পারেনি এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোও নতুন কর্মী নিয়োগ দিতে পারেনি। এ সমস্যার সমাধানে বিভিন্ন আঞ্চলিক সরকার উদ্যোগ নিয়েছে। চিয়াংসু প্রদেশের স্যুচৌ শহরে কর্মসংস্থান নিশ্চিতে ভর্তুকি দেওয়া হয়। ১২ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে শহরের ১৩০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানে ১০ হাজারেরও বেশি শ্রমিকের নিয়োগ নিশ্চিত করা হয়। এ সম্পর্কে শহরের সিপিসি'র সম্পাদক চৌ থিয়ে কেন বলেন, মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো রক্ষা পেলে কর্মসংস্থানের সুযোগও স্থিতিশীল হবে।

নতুন সরকারি কার্যবিবরণীতে এক ট্রিলিয়ন ইউয়ানের বিশেষ জাতীয় ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। এ ঋণ বিভিন্ন পর্যায়ের শহর ও জেলায় পৌঁছাবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ পেতে সহায়ক হবে। এমন পদক্ষেপ বিভিন্ন এলাকার শিল্পপ্রতিষ্ঠানের জন্য ব্যাপক আশাবাদ বয়ে এনেছে।

দারিদ্র্যবিমোচন এ জটিল অবস্থায় আরো জটিল কার্যক্রম। এনপিসি'র প্রতিনিধি, চীনের ইয়ুননান প্রদেশের নুচিয়াং লিসু জাতির অধ্যুষিত এলাকার গভর্নর লি ওয়েন হুই কাঁধের ভারি দায়িত্ব অনুভব করেন। তিনি বলেন, "দরিদ্র এলাকায় সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা আমাদের জন্য শক্ত হাঁড় খাওয়ার মতো। তবে কেন্দ্রীয় সরকারের সুবিধাজনক নীতির প্রয়োগ করে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমরা আশাবাদী।"

চীন জনবহুল দেশ। লোকসংখ্যা ১৪০ কোটিরও বেশি। খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে হলে কৃষিশিল্পের উন্নয়ন নিশ্চিত করতে হবে। জটিলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন কৃষিশিল্প। জটিলতা দূর করতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

কোভিড-১৯ মহামারী বিভিন্ন দেশের জন্য কঠিন পরীক্ষার মতো। তবে এটি সংস্কারের সুযোগ বয়ে এনেছে। শিল্পের ইন্টারনেট উন্নয়ন, অনলাইন ডিজিটাল ব্যবসা উন্নত করাসহ বিভিন্ন নতুন উদ্যোগ ও পরামর্শ দেওয়া হয়েছে সরকারি কার্যবিবরণীতে। তাই বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা ও নব্যতাপ্রবর্তন হবে অর্থনীতির স্থিতিশীলতার আরেকটি ভিত্তি।

জটিলতার সম্মুখীন হলেও, পরিশ্রম ও সংগ্রামের চেতনায় অবিচল থাকতে হবে। চলতি বছরের মাত্র ২০০ দিন বাকি আছে। সময়ের সাথে প্রতিযোগিতা করে আরও দ্রুত দেশের অর্থনীতির উন্নয়ন ও গণজীবিকার মান নিশ্চিত করতে হবে।

সুপ্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়, আজকের বিদ্যাবার্তা অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারেন বা মিস করেন, আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn,আমাদের যোগাযোগ ইমেল ঠিকানাben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই সময় একই দিনে আবার কথা হবে। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040