যুক্তরাষ্ট্রের অস্ত্রবিষয়ক সিদ্ধান্ত বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিকূল: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-05-29 15:08:57  cri
মে ২৯: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) বলেন, অস্ত্রবিষয়ক যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তসমূহ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিকূল।

এদিন মস্কোয় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র জাখারোভা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ক্রমশ অনিশ্চিত হচ্ছে, যা বিশ্বের জন্য বিপজ্জনক। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 'ট্রিটি অন দ্য লিমিটেশন অফ অ্যন্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমস' ও 'যুক্তরাষ্ট্র-রাশিয়া মধ্যপাল্লা ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মূল চুক্তি' থেকে সরে গেছে এবং 'ট্রিটি অন অপেন স্কাইস' থেকেও সরে দাঁড়িয়েছে। আর 'কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি'-র মেয়াদ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো স্পষ্ট নয়।

মুখপাত্র বলেন, এসব চুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জামিনস্বরূপ এবং আন্তর্জাতিক আইনের ভিত্তি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় অন্য দেশের বিরুদ্ধে চুক্তি লংঘনের অভিযোগ তোলে এবং সে অভিযোগকে নিজের চুক্তি থেকে সরে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। (ইয়াং/আলিম/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040