চীনের স্থিতিশীল অর্থনীতি বিশ্ব অর্থনীতির জন্য অনুকূল: সিআরআই সম্পাদকীয়
  2020-05-29 15:07:19  cri

মে ২৯: চীনের জাতীয় গণকংগ্রেসর সম্মেলন গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে। সম্মেলনের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দুই ঘন্টা ধরে উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তার বক্তব্যে চীনের অর্থনীতির উন্নয়ন, উন্মুক্ত সহযোগিতা, ও জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা এবং সারা বছরের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আস্থা প্রতিফলিত হয়।

সাংবাদিক সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী জনগণের কর্মসংস্থান ও মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনীতি চাঙ্গা করার ব্যবস্থার ঘোষণা দেন। এসব ব্যবস্থা জনগণের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে সরকারের অবস্থান এবং দারিদ্র্যবিমোচনে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা প্রতিফলিত হয়।

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অবদান ৩০ শতাংশ। এ দিক থেকে বলা যায়, চীনের অর্থনীতি স্থিতিশীল থাকলে বিশ্ব অর্থনীতির জন্য তা হবে অনুকূল। চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ সামনে এগিয়ে নিয়ে যাবে।

সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে সুসংহত থাকতে হবে। চীন অব্যাহতভাবে আরসিইপি এবং চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য অঞ্চল উন্নয়নের চেষ্টা করবে এবং সিপিটিপিপি নিয়ে উন্মুক্ত অবস্থান অব্যাহত রাখবে।

সহযোগিতা সবার জন্য অনুকূল। চলতি বছরের দুই অধিবেশনে চীন সরকার ধারাবাহিক ব্যবস্থা নিয়ে জনগণের জীবনমান রক্ষা ও উন্নতির চেষ্টা করছে। বিশ্ব অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে চীনের আস্থা অন্যান্য দেশকেও উত্সাহ দেবে। (ইয়াং/আলিম/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040